ঢাকায় ভারী বর্ষণ তীব্র জলজট, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪জনের মৃত্যু
- আপডেট সময় : ০৯:৫০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ ২৩১ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
প্রবলবর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন মারা গিয়েছে। জলাবদ্ধ রাস্তায় যখন তারা কাতরাচ্ছিল, সেসময় তাদের বাচাতে গিয়ে আরেক তরুণ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। এ ঘটনায় এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার রাতে রাত ১২টা পর্যন্ত ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ১১৩ মিলিমিটার।
অল্প বৃষ্টিতেই যে ঢাকার রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়, তার সঙ্গে নগরবাসীর পরিচিত। জলবদ্ধতার কারণ নিষ্কাশন ব্যবস্থায় প্রতিবন্ধকতা। পাশাপাশি ময়লা-আবর্জনা এবং পলিথিনে নিষ্কাশন ব্যবস্থা প্রায় বন্ধ।
জলবদ্ধতায় রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যার মাশুল গুণতে হয় কর্মজীবী মানুষকে। বৃহস্পতিবার রাতে ভারী বর্ষণের কারণে ঘরমুখো বহু মানুষকে ৪-৬ ঘন্টা রাস্তায় আটকে থাকতে হয়েছে।
ঢাকার ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মো. মুনিবুর রহমান মধ্যরাতে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিষ্কাশন ব্যবস্থার সমস্যার কারণে ভারী বৃষ্টিতে ঢাকার বিভিন্ন স্থান ডুবে গিয়ে যান চলাচল বিঘ্ন ঘটছে। কোথাও আবার গাড়ি চলাচল করতে পারছে না। বৃষ্টিও থেমে নেই।
জলবদ্ধতাও বাড়ায় রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। লোকজন যানবাহনে আটকে পড়েছে। এ অবস্থায় ট্রাফিক পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন।
জলবদ্ধতায় মধ্যরাতেও রাস্তায় হাজারো গাড়ির আটকে পড়ার খবর পাওয়া গেয়েছে। তাতে আটকা পড়েন ঘরমুখো মানুষ।

কয়েক দিন ধরেই হাল্কা-মাঝারি বৃষ্টি হচ্ছে। সাগরে নিম্নচাপ এবং মৌসুমী বায়ুর কারণে বৃষ্টিপাত হবার কথা জানিয়েছে হাওয়া অফিস। তবে জলবায়ুর প্রভাবে পরিবেশ বদলে গিয়েছে। বর্ষা মৌসুমেও কোথাও কোথাও খরা।
বৃষ্টির সঙ্গে ধমকা বাতাসে ঢাকা শহরের কয়েকস্থানে রাস্তায় গাছ ভেঙ্গে পড়ার খবর পাওয়া গেছে। ধানমন্ডির ১৪ নম্বরের ২২ নম্বর বাড়ির সামনে একটি কড়ই গাছ ভেঙে পড়ে। তাতে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস বলছে, গাছটি এতই বড় যে তা তাদের পক্ষে সরানো সম্ভব হয়নি।
আবহাওয়ার পূর্বভাবে বলা হয়েছে, বজ্রপাতসহ কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।




















