ঢাকা কূটনীতিকদের ভালো নিরাপত্তা দিচ্ছে : শাহরিয়ার আলম
- আপডেট সময় : ০৬:৫৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ ১৬৯ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বরেছেন, বিশ্বের অনেক দেশের চেয়ে কূটনীকিদের ভালো নিরাপত্তা দিচ্ছে ঢাকা। শাহরিয়ার আলম বলেন, কূটনীতিকদের নিরাপত্তা ইস্যুতে ভুল তথ্যের ভিত্তিতে কিছু প্রশ্নের উদ্ভব হয়েছে। তার যথেষ্ট ব্যাখ্যা দিয়েছি। আমার মনে হয় এটা এখানেই শেষ হওয়া উচিত।
কোনো দেশ যদি নিষেধাজ্ঞা দেয়, তাদের থেকে কোনো কিছু কিনব না, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে শাহরিয়ার বলেন, বিদেশনীতিতে কখনো পূর্ব ধারণার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয় না। যদি সরকার প্রধানের কাছ থেকে কোনো নির্দেশনা আসে, তবে সেটা বাস্তবায়ন করা হবে। সামনের দিনগুলো বলে দেবে কি হবে।
আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় কর্মরত কূটনীতিকদের ব্রিফ করেন শাহরিয়ার আলম। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।




















