জলাবদ্ধ সড়কে ডুবে কলেজ ছাত্রীর মৃত্যু
- আপডেট সময় : ০৬:৩৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩ ১৯৬ বার পড়া হয়েছে
ভারী বর্ষণে তলিয়ে গেছে বাংলাদেশের বাণিজ্যিক নগরী চট্টগ্রাম
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
ভারী বর্ষণে তলিয়ে গেছে বাংলাদেশের বাণিজ্যিক নগরী চট্টগ্রাম। বঙ্গোসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে কয়েক দিনের টানা বর্ষণে বাড়িঘর, দোকানপাঠ, অফিস সর্বত্র থৈ থৈ জল। সোমবার জলাবদ্ধ সড়কে ডুবে মারা যায় কলেজ ছাত্রী নিপা পালিত (২১)।
সে হাটহাজারী সরকারী কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী। কলেজ শিক্ষক আবু তালেব সংবাদমাধ্যমকে বলেন, সকালে দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য হেঁটে কলেজে যাচ্ছিল নিপা। যাওয়ার সময় সড়কের পাশের ড্রেনে পড়ে গিয়ে মারা যায়।
চট্টগ্রাম নগরীর লাখ লাখ মানুষ জলবন্দি। বৃহস্পতিবার থেকে কখনো থেমে থেমে আবার কখনো ভারী বর্ষণ হচ্ছে। এতে নগরীর বেশিরভাগ নিচু এলাকা তলিয়ে গেছে। বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। জলবন্দি হয়ে পড়েছে হাজারো পরিবার। বহু এলাকায় রান্নার সুযোগটুকুও নেই।

দোকানপাট ও বাসাবাড়িতে জল ঢুকে আসবাবপত্র নষ্ট হয়েছে গেছে। জ্বলছে না রান্নার চুলা। এতে নিম্ন আয়ের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। চট্টগ্রাম আবহাওয়া অফিসের সোমবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। ৯ আগস্ট পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) হাজার কোটি টাকার প্রকল্প নির্মাণ করছে। নগরীর খালগুলো থেকে সাড়ে ৯ লাখ কিউবিক মিটার মাটি তোলার কথা তাদের। কিন্তু ৫ বছরে তারা কিছুই করেনি। ফলে ভারী বর্ষণে জলবদ্ধতার সৃষ্টি হয়ে নগরীর বিভিন্ন এলাকা তলিয়ে যাচ্ছে।



















