ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ আগামী নির্বাচনে ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ সরস্বতী পূজা, ‘গ্রিনেসবুকে’ উদ্যোগ একাত্তরেই বাংলার মানুষ তাদের দেখে নিয়েছে: তারেক রহমান সুষ্ঠু নির্বাচন আয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস সেনাবাহিনীর নির্বাচিত হলে ‘নবিজির ন্যায়ের’ ভিত্তিতে দেশ পরিচালনার অঙ্গীকার তারেক রহমানের যে কারণে  সিলেট থেকেই বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু করে পুণ্যভূমি সিলেট থেকে নির্বাচনী মাঠে নামলেন তারেক রহমান তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশের নতুন অভিযাত্রা বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আইসিসির সিদ্ধান্ত এক দিনের মধ্যে চূড়ান্ত

গরুর র‍্যাম্প শো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩ ২৬৩ বার পড়া হয়েছে

মডেল সুজ্জিত গরু

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

নিজস্ব প্রতিনিধি, ঢাকা 

গরুর র‌্যাম্প শো! হ্যাঁ। আশ্চর্য হবার কিছু নেই। ব্যতিক্রমী অথচ বর্ণাঢ্য আয়োজন হলো বাংলাদেশের বগুড়ায়। ব্যতিক্রমী আয়োজন ঘিরে মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সুরের মূর্ছনায় হালফ্যাশনের পোশাকে মডেলদের বিভিন্ন ভঙ্গিতে হাঁটাচলা এখানে অনুপস্থিত। কিন্তু ব্যতিক্রমী র‌্যাম্প শোর মডেল ছিল সুসজ্জিত গরু।

বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএ) উত্তরবঙ্গ গরু মেলার আয়োজক। সেখানেই হয়ে গেল ব্যতিক্রমী এই আয়োজন। উদ্যোক্তারা বলছেন, এই আয়োজনের মধ্য দিয়ে খামারিদের মাঝে অভিজ্ঞতা ভাগাভাগির পাশাপাশি সৌহার্ধ্য বাড়বে। এ কারণেই মেঘলা আকাশকে সঙ্গী করে শুক্রবারে বগুড়ার টিএমএসএস বিনোদন পার্কে গরুর এই র‌্যাম্প শোর আয়োজন।

মডেল সুজ্জিত গরু
মডেল সুজ্জিত গরু

এদিন উত্তরবঙ্গ গরু মেলার উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান। বিকেলে র‌্যাম্প শোতে বগুড়া ভান্ডার অ্যাগ্রো ফার্মের ১ হাজার ১০০ কেজির হলস্টাইন ফ্রিজিয়ান প্রজাতির গরু ‘ফিডো’, ৮০০ কেজি ওজনের শাহিওয়াল প্রজাতির গরু ‘টাইগার’ এবং ৭৫০ কেজি ওজনের দুটি শাহিওয়াল গরু ‘টম’ ও ‘জেরি’ ছাড়াও বেশ কিছু সুদর্শন বড় আকৃতির গরু অংশ নেয়।

শাহিওয়াল, ফ্রিজিয়ানসহ নানা জাতের গরু শৌখিন গরু প্রদর্শনের জন্যই মেলায় নিয়ে আসেন খামারিরা। র‌্যাম্প শোর প্রধান আকর্ষণ ছিল ‘ফিডো’ নামের গরুটি। মেলায় দুই শতাধিক খামারের ২৫০টির বেশি গরু প্রদর্শিত হয়। এ ছাড়া মেলায় নানা জাতের পোষা প্রাণী ও পাখি উঠেছে। দেশের নানা প্রান্ত থেকে সেরা গরু, ছাগল, গয়াল, মহিষ, ঘোড়া, ভেড়া, দুম্বাসহ শৌখিন পশু নিয়ে মেলায় হাজির হন খামারিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গরুর র‍্যাম্প শো

আপডেট সময় : ০৮:৪৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩

 

নিজস্ব প্রতিনিধি, ঢাকা 

গরুর র‌্যাম্প শো! হ্যাঁ। আশ্চর্য হবার কিছু নেই। ব্যতিক্রমী অথচ বর্ণাঢ্য আয়োজন হলো বাংলাদেশের বগুড়ায়। ব্যতিক্রমী আয়োজন ঘিরে মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সুরের মূর্ছনায় হালফ্যাশনের পোশাকে মডেলদের বিভিন্ন ভঙ্গিতে হাঁটাচলা এখানে অনুপস্থিত। কিন্তু ব্যতিক্রমী র‌্যাম্প শোর মডেল ছিল সুসজ্জিত গরু।

বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএ) উত্তরবঙ্গ গরু মেলার আয়োজক। সেখানেই হয়ে গেল ব্যতিক্রমী এই আয়োজন। উদ্যোক্তারা বলছেন, এই আয়োজনের মধ্য দিয়ে খামারিদের মাঝে অভিজ্ঞতা ভাগাভাগির পাশাপাশি সৌহার্ধ্য বাড়বে। এ কারণেই মেঘলা আকাশকে সঙ্গী করে শুক্রবারে বগুড়ার টিএমএসএস বিনোদন পার্কে গরুর এই র‌্যাম্প শোর আয়োজন।

মডেল সুজ্জিত গরু
মডেল সুজ্জিত গরু

এদিন উত্তরবঙ্গ গরু মেলার উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান। বিকেলে র‌্যাম্প শোতে বগুড়া ভান্ডার অ্যাগ্রো ফার্মের ১ হাজার ১০০ কেজির হলস্টাইন ফ্রিজিয়ান প্রজাতির গরু ‘ফিডো’, ৮০০ কেজি ওজনের শাহিওয়াল প্রজাতির গরু ‘টাইগার’ এবং ৭৫০ কেজি ওজনের দুটি শাহিওয়াল গরু ‘টম’ ও ‘জেরি’ ছাড়াও বেশ কিছু সুদর্শন বড় আকৃতির গরু অংশ নেয়।

শাহিওয়াল, ফ্রিজিয়ানসহ নানা জাতের গরু শৌখিন গরু প্রদর্শনের জন্যই মেলায় নিয়ে আসেন খামারিরা। র‌্যাম্প শোর প্রধান আকর্ষণ ছিল ‘ফিডো’ নামের গরুটি। মেলায় দুই শতাধিক খামারের ২৫০টির বেশি গরু প্রদর্শিত হয়। এ ছাড়া মেলায় নানা জাতের পোষা প্রাণী ও পাখি উঠেছে। দেশের নানা প্রান্ত থেকে সেরা গরু, ছাগল, গয়াল, মহিষ, ঘোড়া, ভেড়া, দুম্বাসহ শৌখিন পশু নিয়ে মেলায় হাজির হন খামারিরা।