কক্সবাজারে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার বিজিবি’র
- আপডেট সময় : ০৮:৫৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১ ২৫৫ বার পড়া হয়েছে
ছবি বিজিবি
একের পর এক ইয়াবা ট্যাবলেটের চালান আটক করছে কক্সবাজারে কর্তব্যরত বর্ডার গার্ড বাংলাদেশ, ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। ইতিপূর্বে বড় আকারের ইয়াবার চালান আটক করেন তারা।
সোমবার গোপনসূত্রে সংবাদ পেয়ে জেলার উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউপি’র গোলডেবার পাহাড় নামক স্থানে অভিযান চালিয়ে মোঃ রফিক নুরুল আমিন (৩৫) নামে এক
ব্যক্তি আটক এবং তার কাছ থেকে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবি সদর দপ্তর তরফে এক সংবাদ বার্তায় এই তথ্য জানানো হয়।
আটক ব্যক্তি উখিয়ার করবুনিয়া গ্রামের আলী হোসেন ছেলে। পরবর্তীতে আটককৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে বিকালে উক্ত এলাকায় অভিযান চালিয়ে জনৈক মোঃ শাজাহান (২৭) ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে আরও ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) চলতি বছরের জানুয়ারি মাস থেকে আগস্ট পর্যন্ত একশ’ ছয় কোটি বিয়াল্লিশ লক্ষ পঞ্চান্ন হাজার একশ টাকা মূল্যের ৩৫,৪৭,৫১৭ পিস বার্মিজ ইয়াবাসহ ১৬৩ জনকে আটক করতে সক্ষম হয়েছে।

























