এক রাতেই বয়স কমল দুই বছর!
- আপডেট সময় : ০২:৫৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩ ২০০ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
এক রাতেই দুই বছর পর্যন্ত বয়স কমে গেল তাদের। ‘বয়স গণনা পদ্ধতিতে’ পরিবর্তন আনার কারণে ৫ কোটি ১০ লাখ মানুষের বয়স এভাবে কমে যায়।
জানা গেছে, বয়স গণনার ক্ষেত্রে বিশ্বেজুড়ে সাধারণ পদ্ধতি ব্যবহার করা হয়। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম ছিল তারা। অবশেষে নিজস্ব পদ্ধতি ব্যবহার করত। বিশ্বের অন্যান্য দেশগুলোর সঙ্গে মিলিয়ে এখন বৈশ্বিক পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে কোরিয়ান সরকার।
বয়স নির্ণয়ের ক্ষেত্রে যে পদ্ধতি ব্যবহার করা হয়, তা হলো একটি শিশু জন্মের দিন থেকে পরবর্তী বছরের একই দিনে এক বছর ধরা হয়।
কিন্তু কোরিয়ান পদ্ধতিতে, জন্মের পরপরই এই শিশুকে এক বছর বয়সী শিশু হিসেবে ধরা হয়। আর প্রতি বছরের ১ জানুয়ারি বছরের সঙ্গে নতুন করে এক বছর যুক্ত হয়।
এছাড়া বয়স নির্ণয়ের ক্ষেত্রে ক্যালেন্ডার পদ্ধতিও ব্যবহার করে দেশটি। এই পদ্ধতিতে, যখন একটি শিশুর জন্ম হয়, সেদিনকে আন্তর্জাতিক পদ্ধতির মতোই শূন্য দিন হিসেবে ধরা হয়। কিন্তু যখন শিশুর জন্মের পর প্রথম ১ জানুয়ারি আসে, সেদিন তার বয়সের সঙ্গে ১ বছর যুক্ত করা হয়।
কোরিয়ান বার্তাসংস্থা ইয়োনহাপ জানিয়েছে, বুধবার থেকেই নতুন পদ্ধতি কার্যকর করা হয়েছে। এখন থেকে বিচারিক এবং প্রশাসনিক সবক্ষেত্রে কোরিয়ানদের বয়স আন্তর্জাতিক পদ্ধতিতে ধরা হবে।




















