এই সপ্তাহেই নির্বাচনি তফসিল, ভোটের সময় বাড়ছে এক ঘণ্টা
- আপডেট সময় : ০৪:০১:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়াতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এবার ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায় এবং চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। রোববার নির্বাচন কমিশনের পর্যালোচনা বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।
তিনি বলেন, পূর্ববর্তী জাতীয় নির্বাচনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হতো। এবার ভোটার উপস্থিতি বাড়ানো ও ভোট পরিচালনায় সুবিধা নিশ্চিত করতে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন সচিব জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনারসহ পুরো কমিশন। এছাড়া সোমবার বিটিভিকে চিঠি পাঠানো হবে তফসিল ঘোষণার অনুষ্ঠান রেকর্ড করার জন্য।
ইসির সংশ্লিষ্টরা মনে করছেন, সময় বাড়ানোর ফলে সকাল-সন্ধ্যার ব্যস্ততা এড়িয়ে ভোটাররা আরও স্বাচ্ছন্দ্যে কেন্দ্রগুলোতে যেতে পারবেন।




















