উত্তর জনপদে বন্যার পদধ্বনি
- আপডেট সময় : ০৮:৪০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ ২০৪ বার পড়া হয়েছে
বিপৎসীমা ছাড়িয়ে ২ নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা
দেশের উত্তরাঞ্চলে আবারও বন্যার পদধ্বনি। বেশ কয়েকটি নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় অনেক এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে, তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানিও বাড়ছে।
ভারী বর্ষণ আর ভারত থেকে নেমে আসা ঢলে পদ্মা, তিস্তা এবং উত্তর জনপদের অন্যান্য নদীগুলো ফুঁসে ওঠেছে। বৃহস্পতিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১৫ সে.মি. ও দুধকুমার নদীর পাটেশ্বরী পয়েন্টের পানি বিপৎসীমার ৬ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এতে করে নদীর তীর বর্তী বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পড়ছে। দেশের অন্যান্য নদীর পানিও বাড়ার কারণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি আগামী ১২ ঘণ্টা বৃদ্ধি পেতে পারে এবং তিস্তা ও দুধকুমার নদীসমূহের পানি বিপৎসীমার ওপরে প্রবাহ অব্যাহত থাকতে পারে; পরবর্তী ১২ ঘণ্টায় পানি স্থিতিশীল থাকতে পারে।
এই সময়ে লালমনিরহাট, নীলফামারি, রংপুর, কুড়িগ্রাম জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হতে পারে।
পদ্মা নদীর পানি আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে এবং সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এই সময়ে রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও ঢাকা জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ সাময়িকভাবে প্লাবিত হতে পারে। তবে পরবর্তী ২ দিন পানি স্থিতিশীল থাকতে পারে।




















