ঈদের দিনে কোরবানির পশুর গুঁতোয় প্রাণ গেল একজনের
- আপডেট সময় : ০২:১৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩ ২৭১ বার পড়া হয়েছে
আয়েশা নূর, কুমিল্লা
ঈদের দিনে কোরবাণীর পশুর গুঁতোয় প্রাণ গেল একজনের। তিনি পেশায় একজন অটোচালক। ঈদের দিন সকালের ঘটনা।
প্রতিবেশীরা জানিয়েছেন, ৫০ বছর বয়সী মনু মিয়া শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। কোরবাণীর জন্য ৭১ হাজার টাকায় কেনা গরুটিকে ঈদের দিন সকালে পুকুরে গোসল করাতে নেবার সময় মনু মিয়াকে গুঁতো দেয়।
এ অবস্থায় গরুটিকে গোসল করিয়ে বাড়ি ফিরে আসার পর ফের গুঁতো দেয়। পরে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। বাংলাদেশের কুমিল্লা জেলার দেবিদ্বারের ঘটনা।
বাড়িজুড়ে শোএকর মাতম
মনু মিয়ার চাচাতো ভাই হানিফ মিয়া বলেন, কোরবাণীর গরু কিনে পাশের এলাকার একটি বাড়িতে রাখা হয়েছিল। সকালে আমি আর বড়ভাই মনু মিয়া গরুটি আনতে যাই। ফেরার পথে গরুটি উত্তেজিত হয়ে তাকে গুঁতো দেয়।
এসময় তিনি মাটিতে পড়ে যান। পরে বাড়িতে আসলে গরুটি আবার তাকে গুঁতো দেয়। এতে অসুস্থ হয়ে পড়েন অসুস্থ হয়ে মারা যান।




















