সংবাদ শিরোনাম ::
ইসমত শিল্পীর কবিতা ‘ছায়ার শব্দ’
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:২০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ৬২ বার পড়া হয়েছে
ছায়ার শব্দ
দীর্ঘকাল আমার স্বপ্নদের আমি চিনতে পারছি না
নিদ্রাহীন রাত
বাজারের মতো জেগে থাকে
স্বপ্নের মাঝে ডুবে থাকি সুদীর্ঘ সময়
অনাত্মীয় শহরে স্বপ্নের কোন দাম নেই
অচেনা স্বপ্ন ভেঙে বেরোতে চাই
সকাল খুঁজে পাই না
স্বপ্নের চূড়ান্ত কোনো রূপ নেই
বিলম্বিত ছায়ার বিন্যাশ
অপরিচিত ভোর
একঝাঁক কুকুরের মিশ্রিত সংলাপ
জেগে উঠি ভোরভাঙা সুরে। প্রাণের স্পন্দন নেই
তবে কি আমি একাই জেগে থাকি রোজ !
স্বপ্ন এবং সংলাপের অচেনা শব্দের মাঝে
ভোর আসে। ফুরিয়ে যায়
স্বপ্নহীন, শব্দহীন একটি সময় এতোটা দীর্ঘ হয়
আমার জানা ছিল না



















