আফগানদের আশ্রয় দানে বাইডেনকে ৬৬ কংগ্রেসম্যানের পত্র
- আপডেট সময় : ০৪:২৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১ ২১৮ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
আফগানদের স্থায়ীভাবে বসবাসের স্বার্থে যুক্তরাষ্ট্রের ‘উদ্বাস্তু আশ্রয় দানের সংখ্যা’ বৃদ্ধির জন্য জো বাইডেনকে আহবান জানিয়েছেন প্রগতিশীল শিবিরের বামপন্থি সদস্য হিসেবে পরিচিত নিউইয়র্কের কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিয়ো করটেজ, ক্যালিফোর্নিয়ার বারবারা লী-সহ ৬৬ জন সংগ্রেসম্যান।
বৃহস্পতিবার ৬৬ কংগ্রেসম্যানের যুক্ত স্বাক্ষরকৃত পত্রে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে আহবান জানানো হয় যে, চলতি বছর উদ্বাস্তু গ্রহণের সংখ্যা ৬২৫০০ থেকে বাড়িয়ে দু’লাখে উন্নীত করা হোক। আফগানিস্তানে মানবিক বিপর্যয় দেখা দেয়ায় মার্কিন বাহিনীকে সহায়তাকারিরা নিরাপদ
বোধ করছেন না। তালেবানের সশস্ত্র সদস্যরা তন্ন তন্ন হয়ে সকলকে খুঁজছে হত্যার মধ্য দিয়ে প্রতিহিংসাপরায়ণ চরিতার্থের জন্য।
উল্লেখ্য, নানাবিধ কারণে নিজ নিজ বাড়ি ত্যাগে বাধ্য হওয়া লোকজনকে স্থায়ীভাবে বসবাসের রীতি অনুযায়ী চলতি বছর সর্বোচ্চ ৬২ হাজার ৫০০ জন উদ্বাস্তুকে গ্রহণের সীমা নির্ধারণ করেছে বাইডেন প্রশাসন। ট্রাম্পের আমলে তা কমিয়ে ১৫ হাজার করা
হয়েছিল। প্রেসিডেন্ট বাইডেন সামনের বছর উদ্বাস্তু গ্রহনের সংখ্যা সোয়া লাখে উন্নীত করার কথা বলেছিলেন। এমনি অবস্থায় আফগানিস্তানে তালেবানের উত্থান ঘটায় মার্কিন বাহিনীকে নানাভাবে সহায়তা প্রদানকারিরা যতদ্রুত সম্ভব আফগানিস্তান ত্যাগের চেষ্টা করছেন।
বাইডেনকে প্রেরিত কংগ্রেসম্যানদের পত্রে উল্লেখ করা হয়েছে, আফগানের মিত্ররা যেহেতু কঠিন এক পরিস্থিতিতে নিপতিত হয়েছে। তারা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তালেবানরা পেলেই
হত্যা করবে। ইতিমধ্যেই সে ধরনের হত্যাযজ্ঞ শুরু হয়েও গিয়েছে। এমন অবস্থায় বিপদগ্রস্ত আফগানদের জন্যে যুক্তরাষ্ট্রের সীমানা ওপেন করা জরুরী হয়ে পড়েছে। দীর্ঘ ৪০ বছরের যুদ্ধ-বিগ্রহ এবং গত ২০ বছর মার্কিন বাহিনীকে সহায়তাকারিরা নিরাপদ আশ্রয়ের জন্যে
আমেরিকাকে বেছে নিতেই পারেন। এ অবস্থায় তাদেরকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দিয়ে যুক্তরাষ্ট্রের মহানুভবতার প্রমাণ রাখতেই হবে।
























