ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তত্ত্বাবধায়ক সরকার ফিরবে কি না, মানুষের নজর এখন আপিল বিভাগে ক্ষ্যাপা যমুনার গ্রাস থেকে রক্ষায় শাহজাদপুরের ৯ গ্রামের মানুষ খ্রিস্টানদের হত্যার অভিযোগে নাইজেরিয়ায় অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের যাঁর রক্তে ভিজে আছে প্রতিটি বাংলা বর্ণমালা, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত অশান্ত মেঘনা তীর: ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে আহত ৫০ আজ থেকেই বন্ধ হচ্ছে একনামে ১০টির বেশি সিম, বিটিআরসির অভিযান অর্থনীতির চালিকাশক্তি হিসেবে এসএমই খাতকে রূপান্তরের সরকারি উদ্যোগ গণভোট নয়, এখন দরকার গণতন্ত্র পুনরুদ্ধার : বিএনপি মহাসচিব শিশুদের হাতে মোবাইল না দিতে আহ্বান বাসস চেয়ারম্যানের গণভোটের সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই

অশান্ত মেঘনা তীর: ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে আহত ৫০

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫২:২৫ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ২০ বার পড়া হয়েছে

অশান্ত মেঘনা তীর: ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে আহত ৫০

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন বাজারে ধাওয়া-পাল্টা ধাওয়া, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ

ভোলা শহরে বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল থেকেই জেলা বিএনপি ও বিজেপি নিজ নিজ কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছিল। দুপুর ১২টার দিকে বিজেপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নতুন বাজার থেকে মিছিল নিয়ে সদর রোড ও চকবাজার ঘুরে কার্যালয়ের সামনে সমাবেশ করেন। একই সময় মহাজনপট্টিতে বিএনপির সমাবেশ শেষে একটি মিছিল বের হয়। মিছিলটি নতুন বাজার পৌর ভবনের সামনে পৌঁছালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে উভয় দলের অন্তত ৫০ জন আহত হন। আহতদের মধ্যে ৪৫ জনকে ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং আটজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশালে পাঠানো হয়েছে।

জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম অভিযোগ করেন, “আমাদের শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ বিজেপি কর্মীরা ইটপাটকেল ছুড়ে হামলা চালায়।” অপরদিকে বিজেপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম বলেন, “বিএনপির মিছিল আমাদের কার্যালয়ের সামনে এসে হামলা চালায়, এতে আমাদের বহু কর্মী আহত হয়েছেন।”

ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান জানান, “এখন পর্যন্ত উভয় দলের ৪৫ জন চিকিৎসা নিয়েছেন, বেশ কয়েকজন ভর্তি রয়েছেন।”

ভোলা মডেল থানার ওসি হাসনাইন পারভেজ বলেন, “পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। এখনও কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের মতে, সংঘর্ষের পর নতুন বাজার এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে, তবে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি আপাতত স্বাভাবিক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অশান্ত মেঘনা তীর: ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে আহত ৫০

আপডেট সময় : ০৫:৫২:২৫ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

নতুন বাজারে ধাওয়া-পাল্টা ধাওয়া, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ

ভোলা শহরে বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল থেকেই জেলা বিএনপি ও বিজেপি নিজ নিজ কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছিল। দুপুর ১২টার দিকে বিজেপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নতুন বাজার থেকে মিছিল নিয়ে সদর রোড ও চকবাজার ঘুরে কার্যালয়ের সামনে সমাবেশ করেন। একই সময় মহাজনপট্টিতে বিএনপির সমাবেশ শেষে একটি মিছিল বের হয়। মিছিলটি নতুন বাজার পৌর ভবনের সামনে পৌঁছালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে উভয় দলের অন্তত ৫০ জন আহত হন। আহতদের মধ্যে ৪৫ জনকে ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং আটজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশালে পাঠানো হয়েছে।

জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম অভিযোগ করেন, “আমাদের শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ বিজেপি কর্মীরা ইটপাটকেল ছুড়ে হামলা চালায়।” অপরদিকে বিজেপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম বলেন, “বিএনপির মিছিল আমাদের কার্যালয়ের সামনে এসে হামলা চালায়, এতে আমাদের বহু কর্মী আহত হয়েছেন।”

ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান জানান, “এখন পর্যন্ত উভয় দলের ৪৫ জন চিকিৎসা নিয়েছেন, বেশ কয়েকজন ভর্তি রয়েছেন।”

ভোলা মডেল থানার ওসি হাসনাইন পারভেজ বলেন, “পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। এখনও কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের মতে, সংঘর্ষের পর নতুন বাজার এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে, তবে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি আপাতত স্বাভাবিক।