TAKA : টাকার দাম কমল
- আপডেট সময় : ০৭:৩৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২ ৫০৭ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
মার্কিন ডলারের দাম আরও ৫০ পয়সা বেড়েছে। বুধবার আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা বাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে ৯৩ টাকা ৯৫ পয়সা দরে। যা মঙ্গলবার ছিল ৯৩ টাকা ৪৫ পয়সা। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আমদানির জন্য গ্রাহকের কাছে বাণিজ্যিক ব্যাংকগুলো ডলার বিক্রি করছে ৯৪ টাকা করে। অবশ্য গত এক সপ্তাহ ধরে ৯৩ টাকা ৫০ পয়সায় বিক্রি হয়ে আসছিলো। সে হিসাবে আন্তঃব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে ডলার রেটের ব্যবধান ৫ পয়সা।
অপরদিকে ডলারের সঙ্গে সমন্বয় রেখে অন্যান্য বৈদেশিক মুদ্রার দরও বেড়েছে। ঈদের পর আমদানি ব্যয় মেটানোর চাপ বাড়ায় এদিন কেন্দ্রীয় ব্যাংক বাজারে বড় অঙ্কের ডলার বিক্রি করেছে। আমদানি ব্যয় বাড়ার পাশাপাশি রেমিটেন্স কমেছে। এতে ডলারের সরবরাহ সংকোচিত হয়ে পড়ে। এর ফলে স্থানীয় মুদ্রা টাকা চাপে রয়েছে। বিশ্ববাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ায় আমদানি ব্যয় অনেকটা বেড়ে গিয়েছে। সেই তুলনায় প্রবাসী আয় বাড়েনি।
যে কারণে ব্যাংক ব্যবস্থা ও খোলাবাজারে ডরারের ওপর চাপ বেড়েছে। এসময়ে রপ্তানি আয় যে পরিমাণ বেড়েছে, তা দিয়ে ডলারের চাহিদা মিটছে না। এ কারণে প্রতিনিয়ত ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক।

























