সংবাদ শিরোনাম ::
Shivani Biswas : শিবানী বিশ্বাসের কবিতা

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৪৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২ ৩২৭ বার পড়া হয়েছে
তোমার নীরবতা
তোমার নীরবতা যেন,
আমার মৃত বিছানায় ঘুম!
মুখ একটা ফ্যকাশে বিবর্ণ শূন্য পর্দা।
এ আমার সাগর সজ্জ্বা;
তোমার আওয়াজ সরু হতে হতে,
ফিকে থেকে মিহি,
তোমার আওয়াজ গতিহীন।
শব্দ হীন তোমার মনের ,
চারপাশটা যেন তরল শিসার প্রলেপ;
ওখানে প্রবেশ করার অনুমতি নেই ।
গতিহীন নীরব আওয়াজ যেন !
আমার মাথার উপর দিয়ে চলে যায়।
নাগালের বাইরে সে নীরব মন গান,
আমার ভাবনার পাতা গুলো উল্টে যাই।
চোখ বুলাই শুধু মস্তৃস্ক বিকল ;
তোমার অস্ফুট কথা বোঝার চেস্টায়,
সারা রাত যেন মৃত বিছানায় শুয়ে,
কেন তুমি নীরব?
কেমন করে উদ্ভাবনী শক্তির ,
জন্ম দেয়া যাবে এ মাথায়।
তোমার নীরবতা আমার;
স্বাভাবিক কাজের পরিপন্থি,
তবুও অনেক কিছু বলতে চাই,
নীরবতার সীমানা পেরিয়ে।
উডসাইড
12/9/2022
