Shivani Biswas : কবিতায় পরিবেশ রক্ষার ডাক ‘শিবানী বিশ্বাসে’র

- আপডেট সময় : ০৮:৩১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২ ৩৬২ বার পড়া হয়েছে
আলোকিত প্রাণ
মানুষ কবে বুঝতে শিখবে!
সেই আলোকিত প্রাণ কোথায়?
যে প্রকৃতিকে ভালবাসবে,
ভালবেসে সব খানে সৌন্দর্য খুঁজে পাবে।
সেই আলোকময় প্রাণশক্তি খুঁজে বেড়াই,
যে মূল্যহীনকে মূল্য দিয়ে
নিজের করে নেবে।
মানুষ কবে বুঝতে শিখবে!
অতি বড়কে প্রকৃতি সহ্য করে না।
প্রাণের মূল্য দিয়ে সমতার কথা বলে,
আমাদের সবার সব জান্তা ভাব;
আমরা যেন সবাই সবকিছু জানি।
তাই অহংকারে নিজ মাত্রা ছেড়ে,
অন্যকে নীচে নামাবার অপচেষ্টা।
মানুষ আর কবে বুঝতে শিখবে!
তাই আলোকিত প্রাণ খুঁজে ফিরি।
ওই সবজান্তা রূপী বিজ্ঞ
মানুষদের মজলিসে ,
আমার জায়গা হতো না।
আমি যে অজ্ঞ কিছুই জানিনা,
ওদের ধারনায় বদ্ধমুল
আর মানুষ বুঝতে শিখবে কবে?
ওই বুদ্ধিমানদের দ্বারা নির্ধারিত
বোকার ও যে বুদ্ধি আছে ;
সেই সবজান্তা তথাকথিত বিজ্ঞ
মানুষদের সে সব জানবার ক্ষমতা নেই ,
আমি তো নিছক নারী প্রতিভু ,
অনামী কেউ একজন।
উডসাইড
13/7/2022

শিবানী বিশ্বাস : আমেরিকা প্রবাসী কবি ও সমাজসেবক