Sheikh Hasina : শেখ হাসিনার জীবন সবচেয়ে বেশি ঝুঁকিতে : ডিএমপি কমিশনার
- আপডেট সময় : ০৬:১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২ ১৬৩ বার পড়া হয়েছে
‘সারাবিশ্বে যত বড় রাজনৈতিক নেতা আছেন তারমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন সবচেয়ে বেশি ঝুঁকিতে বলে মন্তব্য করেছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। সে কারণেই সকল খুঁটিনাটি বিষয় মাথায় রেখে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলস্থল সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে’
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
বিশ্বের রাজনৈতিক নেতাদের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। শেখ হাসিনা সবসময়ই ঝুঁকির মধ্যে রয়েছেন। আগে একাধিবার প্রাণনাশের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি বেঁচে গেছেন। এ কারণে তার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে বলে মন্তব্য ঢাকা মহানগর পুলিশ কমিশনারের।
শনিবার ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম সম্মেলন অনুষ্ঠিত হবে। তাতে যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলন লক্ষাধিক নেতাকর্মী যোগ উপস্থিত থাকবে। শুক্রবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলন স্থানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এসব কথা জানান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
খুঁটিনাটি বিষয় মাথায় রেখে সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। জঙ্গিদের তরফে কোনো থ্রেট নেই বলে জানান মহানগর পুলিশের এই সর্বোচ্চ আধিকারীক। সম্প্রতি আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গি ছিনতাই ও বর্তমান রাজনৈতিক উত্তাপ প্রসঙ্গে ডিএমপি কমিশনার সুনির্দিষ্ট কোনো থ্রেট আছে বলে মনে করেন না। জঙ্গি ছিনতাইয়ের পর বিশেষ অভিযানে কয়েকয়েকজন সহযোগী এবং অন্য গ্রুপের বেশ কয়েক জঙ্গি গ্রেফতার হয়েছে।

























