ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ বেনাপোলে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রী আটক বস্তিবাসীদের উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস তারেক রহমানের চাপ তৈরি করে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না চানখাঁরপুল মামলার রায় ২৬ জানুয়ারি: মানবতাবিরোধী অপরাধের বিচার অপেক্ষায় দেশ ইরানে হামলা নিয়ে আবারও কঠোর হুঁশিয়ারি নেতানিয়াহুর আমিরাতের প্রেসিডেন্টকে ঐতিহ্যবাহী শুভেচ্ছায় স্বাগত জানালেন মোদি শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উদ্যাপন রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪০০ ঘর, শত শত পরিবার আশ্রয়হীন আগামী ৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত শার্শায় র‌্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

Rohingya camp : রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি নিহত ৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩ ২৭০ বার পড়া হয়েছে

রোহিঙ্গা শিবির ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে গোলাগুলিতে অন্তত পাঁচজন নিহত হবার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও একজন আহত হন। শুক্রবার সকাল ৬টা নাগাদ ক্যাম্প-৮ ওয়েস্টে ঘটনা। নিহতদের সবাই রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী আরসার সদস্য বলে জানিয়েছে পুলিশ।

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে গোষ্ঠীর দ্বন্দ্বের জেরে দুটি সন্ত্রাসীদের গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে নিহতদের সবাই রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী আরসার সদস্য।তাদের মধ্যে চারজনের পরিচয় পেয়েছে পুলিশ। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার ঘটনার পর থেকে রোহিঙ্গা ক্যাম্প এলাকা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা অভিযান চালাচ্ছে। রোহিঙ্গা ক্যাম্প নিয়ন্ত্রণে কিছুদিন ধরে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী আরসা ও আরএসও’র মধ্যে দ্বন্দ্ব চলছে।

এরই জেরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। পুলিশের এপিবিএনের সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদজানিয়েছে, ক্যাম্পে একাধিক সশস্ত্র গ্রুপের অভ্যন্তরীণ দ্বন্দ্বে খুনোখুনি বাড়ছে। এরইমধ্যে শুক্রবার দুই সন্ত্রাসী দলের গোলাগুলির ঘটনায় পাঁচ জন নিহত হয়েছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, তারা সবাই আরসার সদস্য।

নিহতদের মধ্যে রয়েছে, উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আনোয়ার সাদেক (২৩), মো. হামিম (২১), ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নজিমুল্লাহ (২৬), ৩ নম্বর ক্যাম্পের বাসিন্দা নুরুল আমিন (২৪) ও অপরজনের পরিচয় মেলেনি।

এ ঘটনার পর থেকে পুরো রোহিঙ্গা ক্যাম্প এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য ব্লকে ব্লকে অভিযান অব্যাহত রেখেছে।

ক্যাম্প সুত্রে জানা যায়, ক্যাম্প নিয়ন্ত্রণে কিছুদিন ধরে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী আরসা ও আরএসও’র মধ্যে দ্বন্দ্ব চলছে। এরই জেরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এ ঘটনায় ক্যাম্পজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড মিডিয়া) ফারুক আহমেদ বলেন, ক্যাম্পে একাধিক সশস্ত্র গ্রুপের অভ্যন্তরীণ দ্বন্দ্বে খুনোখুনি বাড়ছে। এরইমধ্যে সকালে দুই সন্ত্রাসী দলের গোলাগুলির ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, তারা সবাই আরসার সদস্য।

৮ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর সংবাদমাধ্যকে বলেন, ক্যাম্পে রোহিঙ্গা দুষ্কৃতকারীদের গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে প্রথমে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ৮ এপিবিএনের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের পর বিস্তারিত জানানো হবে।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

Rohingya camp : রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি নিহত ৫

আপডেট সময় : ০২:১৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩

ভয়েস ডিজিটাল ডেস্ক

রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে গোলাগুলিতে অন্তত পাঁচজন নিহত হবার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও একজন আহত হন। শুক্রবার সকাল ৬টা নাগাদ ক্যাম্প-৮ ওয়েস্টে ঘটনা। নিহতদের সবাই রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী আরসার সদস্য বলে জানিয়েছে পুলিশ।

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে গোষ্ঠীর দ্বন্দ্বের জেরে দুটি সন্ত্রাসীদের গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে নিহতদের সবাই রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী আরসার সদস্য।তাদের মধ্যে চারজনের পরিচয় পেয়েছে পুলিশ। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার ঘটনার পর থেকে রোহিঙ্গা ক্যাম্প এলাকা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা অভিযান চালাচ্ছে। রোহিঙ্গা ক্যাম্প নিয়ন্ত্রণে কিছুদিন ধরে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী আরসা ও আরএসও’র মধ্যে দ্বন্দ্ব চলছে।

এরই জেরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। পুলিশের এপিবিএনের সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদজানিয়েছে, ক্যাম্পে একাধিক সশস্ত্র গ্রুপের অভ্যন্তরীণ দ্বন্দ্বে খুনোখুনি বাড়ছে। এরইমধ্যে শুক্রবার দুই সন্ত্রাসী দলের গোলাগুলির ঘটনায় পাঁচ জন নিহত হয়েছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, তারা সবাই আরসার সদস্য।

নিহতদের মধ্যে রয়েছে, উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আনোয়ার সাদেক (২৩), মো. হামিম (২১), ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নজিমুল্লাহ (২৬), ৩ নম্বর ক্যাম্পের বাসিন্দা নুরুল আমিন (২৪) ও অপরজনের পরিচয় মেলেনি।

এ ঘটনার পর থেকে পুরো রোহিঙ্গা ক্যাম্প এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য ব্লকে ব্লকে অভিযান অব্যাহত রেখেছে।

ক্যাম্প সুত্রে জানা যায়, ক্যাম্প নিয়ন্ত্রণে কিছুদিন ধরে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী আরসা ও আরএসও’র মধ্যে দ্বন্দ্ব চলছে। এরই জেরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এ ঘটনায় ক্যাম্পজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড মিডিয়া) ফারুক আহমেদ বলেন, ক্যাম্পে একাধিক সশস্ত্র গ্রুপের অভ্যন্তরীণ দ্বন্দ্বে খুনোখুনি বাড়ছে। এরইমধ্যে সকালে দুই সন্ত্রাসী দলের গোলাগুলির ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, তারা সবাই আরসার সদস্য।

৮ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর সংবাদমাধ্যকে বলেন, ক্যাম্পে রোহিঙ্গা দুষ্কৃতকারীদের গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে প্রথমে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ৮ এপিবিএনের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের পর বিস্তারিত জানানো হবে।