Rohingya : রোহিঙ্গা মাদক কারবারিরা গুলি ছোড়ে, স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৬:০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ ১৯০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
বান্দরবানের তুমব্রু সীমান্তের নোম্যান্সল্যান্ডে রোহিঙ্গা মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, অভিযানের জায়গাটি নোম্যান্সল্যান্ড। সেখানে কয়েক হাজার রোহিঙ্গা জনগোষ্ঠীর অবস্থান। গোয়েন্দা সংস্থার খবরের ভিত্তিতে মাদক অভিযান চালানো হয়েছিল। দুর্ঘটনাবশত একজন অফিসার সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা যান। তিনি কীভাবে গুলিবিদ্ধ হলেন সেই বিষয়ে আমরা কাজ করছি।
যখন এ ধরনের অভিযানে যাওয়া হয়, তখন গোয়েন্দা সংস্থা পরিকল্পনামাফিক অভিযান হয়ে থাকে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মঙ্গলবার ঢাকার মিরপুরস্থ ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের প্যারেড গ্রাউন্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

























