Rice smuggling : সোয়া কোটি টাকার চাল পাচারের ঘটনায় কর্মকর্তা গ্রেফতার
- আপডেট সময় : ০৯:৪৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২ ২৬৮ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া সরকারি খাদ্য গুদাম থেকে প্রায় সোয়া কোটি টাকা মূল্যের ১৩০ মেট্রিক টন চাল পাচারের অভিযোগে শফিকুর রহমান নামে এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। গুদামের চাল পাচার বিক্রি করে ফেলতেন তিনি।
অবশেষে শুক্রবার তাকে গ্রেফতারের পর ৫৪ ধারায় আদালতে তোলা হয়। শালিখা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সালমা চৌধুরী বাদী হয়ে শফিকুরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনা তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জানা গিয়েছে, গত নভেম্বরের শেষ দিকে আড়পাড়া সরকারি খাদ্য গুদাম থেকে সরকারি চাল পাচারের শঙ্কা দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে মাগুরা জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত চলাকালে প্রাথমিকভাবে কমপক্ষে ১৩০ মেট্রিক টন চাল পাচারের বিষয়টি নিশ্চিত হন তিনি।
খাদ্য বিভাগ সূত্রের খবর, শালিখা খাদ্য গুদাম কর্মকর্তা শফিকুর রহমান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সালমা চৌধুরী যোগসাজশে দীর্ঘদিন ধরেই সরকারি চাল পাচার করে খোলা বাজারে বিক্রি করে আসছিলেন। বিষয়গুলো ধামাচাপা দিতেন সালমা চৌধুরী।
প্রতি ১৫ দিন পর পর গুদাম পরিদর্শন করার নিয়ম থাকলেও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গুদাম পরিদর্শন না করেই স্টক রেজিস্ট্রারে সই করে দিতেন। গত ৩০ নভেম্বর পর্যন্ত খাদ্যের মজুদ ঠিক রয়েছে বলেও সই করেন।
এসব ঘটনা এক পর্যায়ে উর্ধতন কর্তাদের কানে এলে জেলা খাদ্য নিয়ন্ত্রক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গুদামটি সিলগালা করে দেন। মাগুরা জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়ার জেলা খাদ্য নিয়ন্ত্রক, ঝিনাইদহ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, খুলনা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের একজন রসায়নবিদকে সদস্য করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন হয়।
এ বিষয়ে মাগুরা জেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার সংবাদমাধ্যমকে জানান, তদন্তে জড়িতরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে।



















