সংবাদ শিরোনাম ::
Rain : পৌষের বৃষ্টিতে শীতের অনুভূতি ঢাকায়
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৩২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ ১৪১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
পৌষ মাস হলেও ঢাকায় শীতের অনুভূতি তেমন একটা নেই। পথেঘাটে ধূলা-ময়লার কমতি নেই। নাকমুখ চেপে পথ চলতে হচ্ছে। এরমধ্যে বায়ু দূষণে প্রথম বা দ্বিতীয় অবস্থানেও ওঠে আসে ঢাকা। অন্য দিকে বন্দর নগরী চট্টগ্রামের বায়ু দূষণের পরিস্থিতিও নাজুক। এমন অবস্থায় প্রত্যাশিত বৃষ্টি ঝরলো পৌষের সকালে।
অবশ্য উত্তরজনপদসহ বিভিন্ন স্থানে শীত অনুভূত হলেও ঢাকায় শীতের উপস্থিতি নেই। মঙ্গলবার ভোররাত থেকেই মেঘের গর্জন। হাল্কার শীতের আমেজে অনেকেই তখনও ঘুমে, আর ঠিক তখনই ঝরলো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তাতে ঠাণ্ডা কিছুটা বেড়েছে।
হঠাৎ বৃষ্টিতে ফুটপাত বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হয়েছে। সকালের অপ্রত্যাশি বৃষ্টি নিম্নআয়ের মানুষের দুঃখ বয়ে আনে। অফিসগামী অনেকই বৃষ্টিতে পড়েন বিড়ম্বনায়। তবে সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস।

























