Prime Minister Sheikh Hasina : দেশে গুম খুন শুরু করেন জিয়াউর রহমান
- আপডেট সময় : ০৮:৩১:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২ ২৮২ বার পড়া হয়েছে
১৫ আগস্টের আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিন : ছবি সংগ্রহ
ভয়েস ডিজিটাল ডেস্ক
জিয়াউর রহমান দেশে গুম-খুন শুরু করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী নিখোঁজ হন, যাদের সন্ধান আজও পাওয়া যায় নি। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিততের স্বজনসহ নানা অপরাধে সাজাপ্রাপ্তদের অনেকেই দেশের বাইরে গিয়ে দেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। এদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বানও জানান শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, দেশের নির্বাচন জালিয়াতির সূচনাও জিয়াউর রহমানের হাত ধরে হয়েছে। কাজেই সরকার ও দেশ বিরোধী যেকোন অপপ্রচারের উপযুক্ত জবাব দিতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
যুক্তরাষ্ট্রের পরবর্তী নির্বাচনের আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামার সম্ভাবনা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কাজেই সামনের দিনের পরিস্থিতি মোকাবিলায় সবক্ষেত্রে সাশ্রয়ী হওয়ার তাগিদ দেন।





















