Poet Kazi Nazrul : প্রয়াণ দিবসের কবি তীর্থে একদিন
- আপডেট সময় : ১২:৪৫:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২ ২৯৩ বার পড়া হয়েছে
প্রতিমা সাহা দত্ত
উদ্যোগটা সোনালী কাজী দিদির। এই প্রয়াণ দিবসে আমরা ছুটে গিয়েছিলাম কবির জন্মভিটায়।
সোনালী কাজী দিদির উদ্যোগে কবির প্রয়াণ দিবসে বিরাট আয়োজনে পালন অনুষ্ঠানে যোগ দিতে পেরে ধন্য মনে করছি। ওনার হার্দিক আহ্বানে “বাচিক স্বজন”এর হয়ে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করি। অবণত মস্তকে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম। অনুষ্ঠানে যোগ দেওয়া, কবিতা আবৃত্তি করা সবকিছু মিলিয়ে মনটা ভালো হয়ে গেলো। কোন দিক দিয়ে দিন কেটে গেল তা অনুমানই করতে পারিনি।
সোনালী দির আয়োজনে আন্তরিকতার এতটুকু খামতি ছিল না। অনেক দিন পর মানসম্মত একটা অনুষ্ঠানে অংশ নিতে পেরে নিজেকে কিছুটা হলেও সমৃদ্ধ করতে পেরেছি। নীরব কবিকে নিয়ে যদি সবাই আমরা একটু সরব হই, তবেই হবে কবির প্রতি আসল সন্মান জ্ঞাপন । সকলে এগিয়ে আসুন আমরা কবির প্রতি, কবির পরিবারের প্রতি মন থেকে শ্রদ্ধা জানিয়ে ওনাকে স্মরণ করি ।

কবি কাজী নজরুল ইসলাম আমাদের ঘরের কবি হয়েও বাংলাদেশের জাতীয় কবি। তার প্রয়াণের পর সেখানেই তাকে সমাধিস্থিত করা হয়। সেই সমাধিস্থল থেকে মাটি ওনার উত্তরসূরীরা কবির জন্মস্থলে সমাধী স্থাপন করেছেন। আমরা পশ্চিবাংলার মানুষ ছুটে যাই সেই তীর্থক্ষেত্রে।
সর্বশেষে সোনালী দিকে অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক অভিনন্দন।

























