সংবাদ শিরোনাম ::
Namita Ghosh : স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী নমিতা ঘোষের জন্মদিন আজ

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৪৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২ ৬৫৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা নমিতা ঘোষের জন্মদিন আজ। দিনটিতে পরিবারের সদস্যরা প্রয়াত শিল্পীর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করবেন। শিল্পী নমিতা ঘোষ মাত্র ১৪ বছর বয়সে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রথম নারী কণ্ঠশিল্পী হিসাবে নিয়মিত সংগীত পরিবেশন করেন।
১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে পুরাতন ঢাকার বাড়ি থেকে বাবা-মা ভাইবোনদের সঙ্গে হাজারো প্রতিকূলতাকে ডিঙ্গিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে পৌছান। সেখান থেকে তিনি স্বাধীনবাংলা বেদার কেন্দ্রে যোগদান করেন।
বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের তকরফে বহু পুরষ্কারে ভূষিত হয়েছেন শিল্পী নমিতা ঘোষ।

ঢাকায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের সম্মাননা জানানো হয়। বাঁ থেকে তৃতীয় শিল্পী নমিতা ঘোষ। এছাড়াও রয়েছেন শিল্পী আবদুল জব্বার, ডালিয়া নওশিন, রথীন্দ্রনাথ রায়, আপেল মাহমুদ, কাদেরী কিবরিয়া ও শাহীন সামাদ : ছবি সংগ্রহ