MP Robi Football Tournament : সাতক্ষীরায় ‘এমপি রবি ফুটবল টুর্নামেন্ট

- আপডেট সময় : ০৮:৩৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২ ২৭৪ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় এমপি রবি ফুটবল টুর্নামেন্ট’-২০২২ প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন মীর মোস্তাক আহমেদ রবি : ছবি সংগ্রহ
‘জেলার তরুণ-যুবসমাজের মধ্যে ব্যাপক উদ্দীপনা’
ভয়েস ডিজিটাল ডেস্ক
খেলাধুলা সুস্থ তরুণ সমাজের ফুসফুস। সমৃদ্ধ জাতি গঠনে খেলাধুলার বিকল্প হতে পারে না। সেই খেলাধুলার সঙ্গে তরুণ-যুবসমাজকে সম্পৃক্ত করতে সাতক্ষিরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে, ‘এমপি রবি ফুটবল টুর্নামেন্ট’-২০২২।
সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নিজে একজন নৌ-কমান্ডো ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। নিজে ভার্সিটিতে পড়া অবস্থায় সাংস্কৃতিক পরিমণ্ডলে জড়িয়ে পড়েন। সমাজ-সাংস্কৃতিক এবং খেলাধুলা নিয়ে তার আগ্রহ সেই শিক্ষাজীবন থেকেই।
এবারে নিজ জেলা এবং রাজনীতির আবাসভূমি সাতক্ষিরায় আয়োজন করেছেন, ‘এমপি রবি ফুটবল টুর্নামেন্টের’। শুক্রবার এ উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল প্রস্তুতি সভা। টুর্নামেন্টের কমিটির আহবায়ক মীর তানজীর আহমেদ’র আহ্বানে জেলা সদর উপজেলা ডিজিটাল কর্ণারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মীর মোস্তাক আহমেদ রবি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারে উন্নয়ন চিত্র তুলে ধরতে এবং মাদক থেকে যুব সমাজকে মাঠমুখী করতে বিনোদনের উদ্দেশ্যে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। জেলা সদরের ১৪টি ইউনিয়নে খেলা অনুষ্ঠিত হবে। সব কিছু ঠিক থাকলে আসছে ১৮ সেপ্টেম্বর টুর্নামেন্টের জাকজমকপূর্ণ উদ্বোধন হবে।
চ্যাম্পিয়ন দল ১ লক্ষ ও রানার্সআপ দল পাবে ৬০ হাজার টাকা। সেই সাথে সকল দলকে দেওয়া হবে প্রাইজমানি। টচের মাধ্যমে প্রথম রাউন্ডের ফিকচার ঠিক করা হয়। বাবুলিয়া মাঠে উদ্বোধনী খেলায় ‘এ’ গ্রুপে অংশ নেবে বাঁশদহা ইউনিয়ন বনাম আগরদাঁড়ি ইউনিয়ন দল, ‘বি’ গ্রুপের খেলা ১৯ সেপ্টেম্বর আলিপুর পুষ্পকাটি মাঠে খেলবে আলিপুর ইউনিয়ন দল বনাম ব্রহ্মরাজপুর ইউনিয়ন দল, ২০ সেপ্টেম্বর ‘এ’ গ্রুপের খেলায় মাধবকাটি ফুটবল মাঠে অংশ নেবে ঝাউডাঙ্গা ইউনিয়ন দল বনাম বল্লী ইউনিয়ন দল, ২১ সেপ্টেম্বর গাভা ফুটবল মাঠে ‘বি’ গ্রুপের খেলায় অংশ নেবে ফিংড়ি ইউনিয়ন দল বনাম ভোমরা ইউনিয়ন দল, আগামী ২২ সেপ্টেম্বর লাবসা ফুটবল মাঠে ‘এ’ গ্রুপের খেলায় মুখো-মুখি হবে সাতক্ষীরা পৌরসভা বনাম শিবপুর ইউনিয়ন দল।

আগামী ২৩ সেপ্টেম্বর ভাঁড়ুখালী ফুটবল মাঠে ‘বি’ গ্রুপের খেলায় অংশ নেবে ঘোনা ইউনিয়ন দল বনাম বৈকারী ইউনিয়ন দল, আগামী ২৪ সেপ্টেম্বর ‘এ’ গ্রুপের খেলা ভাঁদড়া মাঠে অংশ নেবে লাবসা ইউনিয়ন দল বনাম কুশখালী ইউনিয়ন দল এবং আগামী ২৫ সেপ্টেম্বর প্রথম রাউন্ডের শেষ খেলায় ‘বি’ গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে অংশ নেবে সাতক্ষীরা সদর উপজেলা দল বনাম ধুলিহর ইউনিয়ন দল।
১৮ সেপ্টেম্বর এমপি রবি নক-আউট ফুটবল টূর্নামেন্ট এর জাকজমকপূর্ণ উদ্বোধনী খেলাসহ সকল খেলা উপভোগ করার জন্য এমপি রবি নক-আউট ফুটবল টূর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, টুর্নামেন্ট কমিটির সমন্বয়কারী বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু, টুর্নামেন্ট কমিটির সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান এসময় প্রমুখ বক্তব্য রাখেন।