সংবাদ শিরোনাম ::
Monmazhi Manisha : মোনমাঝি মনীষার কবিতা

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৩০:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২ ২৩০ বার পড়া হয়েছে
ব্লকলিস্টের পরে
——————————————————————–
ফোনের সেই ব্লকলিস্টটা হঠাৎ খুলে গেছে
দুচার কথা মাঝে মধ্যে ফোনের কানে হয়
বেশি বলতে দ্বিধারা জাগে ভয়-ভীতিতে মনে
কোনায় কোনায় ভীড় করে অযাচিত সংশয়
একটা সময় সহজ আলাপ হতো ফোনের বুকে
সময় শাসন ছিল না মোটে মধ্যরাতে ভোরে
আসে নি সে, যাই নি আমি ঠিকানা দেখে বাড়ি
তবু সহজ যাতায়াতেরা দুই মনেরই ঘরে..
বন্ধ তালা বন্ধ আগল কখন আলগা হয়
আজকে আবার স্বাভাবিক— যাকে “নিউ নর্মাল” বলে
আলাপচারী দুই মনও কিছুটা সহজ যেন
সূক্ষ্ম সাঁকো আবার ধীরে হাওয়ায় বুকে দোলে
তবুও ভাবি, সকল ভাঙন সবটা জোড়া লাগে…?
কোথায় যেন সহজ কথায় ‘কিন্তু’-রা ভীড় করে—
সব স্বাভাবিক ? কত স্বাভাবিক ? সবটা সহজ হয় ?
নতুন করে ভাব করে আজ ব্লকলিস্টের পরে…!
কবি মনোমাঝি মনীষার ফেসবুক থেকে