loot weapons : তারা আনসারদের অস্ত্র লুট করেছিল
- আপডেট সময় : ০৮:৪৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩ ২৫৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
তারা কর্তব্যরত দুই আনসার সদস্যের গুলিসহ দু’টি অস্ত্র লুট করে নিয়েছিল। ২৬ ডিসেম্বর রাতে নরসিংদী বাজারে চার আনসার সদস্য কর্মরত ছিলেন। এ সময় ১৬-১৭ জনের সশস্ত্র একদল ডাকাত অস্ত্রের মুখে আনসার সদস্যদের জিম্মি করে ১০ রাউন্ড গুলিসহ দুটি শটগান লুটে নেয়।
অস্ত্র উদ্ধারে মাঠে নামে পুলিশ ও গোয়েন্দা সংস্থা। নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, শরীয়তপুর, মুন্সীগঞ্জ, মাদারীপুর, বাগেরহাট এবং খুলনার বিভিন্ন স্থানে অভিযান চালায় এবং অস্ত্র লুটের সঙ্গে জড়িত ১০ ডাকাতকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে লুটে নেওয়া দুটি অস্ত্র, দুই রাউন্ড গুলি উদ্ধার হয়।
নরসিংদী আনসার ও ভিডিপির জেলা কমান্ডেন্ট তানজিনা বিনতে এরশাদ বলেন, ডাকাত দল নদী পথে বাজারে ঢোকে। তারা মূলত সোনার দোকান লুট করতে এসে আনসার সদস্যদের মুখোমুখি হয়। আনসার তাদের গভীর রাতে বাজারে অসার কারণ জানতে চাইলে ডাকাদল তাদের বেঁধে অস্ত্র লুট করে পালিয়ে যায়।
মূলত গ্রেপ্তারকৃতরা হচ্ছে একটি আন্তজেলা ডাকাত দল। এই দলে নরসিংদী, শরীয়তপুর, ব্রহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জ, মাদারীপুর, খুলনার ডাকাতদের সমন্বয়ে গঠিত হয়। তারা দেশের বিভিন্ন অঞ্চলে ডাকাতি করে আসছিল। সোমবার গাজিপুর পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক বৈঠকে এসব তথ্য জানানো হয়।




















