Living room : বাসরঘরে নববধূকে ধর্ষণ!
- আপডেট সময় : ০৪:৪৯:১৩ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২ ২৯৭ বার পড়া হয়েছে
‘পরিকল্পিতভাবে প্রতিবন্ধী শ্যালকের নবপরিণীতা স্ত্রীকে শরবতের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে আটক ভগ্নিপতি আলমগীর হোসেন’
ভয়েস ডিজিটাল ডেস্ক
মানসিক প্রতিবন্ধী শ্যালকের নববধূকে বাসরঘরে একাধিকবার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আলমগীর হোসেনকে। সে প্রতিবন্ধী ফরিদুল ইসলামের ভগ্নিপতি। নির্যাতিতার বাবার অভিযোগ পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আলমগীর হোসেন ছাড়াও ঘটনায় নববধূর স্বামী ফরিদুল ইসলাম, শ্বশুর-শাশুড়িকে আসামি করা হয়। গ্রেপ্তারকৃত আলমগীর হোসেনকে গত শনিবার আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
সূত্রের খবর, মানসিক প্রতিবন্ধী ফরিদুল ইসলামের সঙ্গে ২৩ মার্চ বিয়ের পর রাতেই নববধূকে বাড়িতে নিয়ে আসেন বরপক্ষ। রাত সাড়ে ১১টার দিকে নববধূ ও তার স্বামী ফরিদুল বাসরঘরে প্রবেশ করে। এ সময় ফরিদুলের ভগ্নিপতি আলমগীর হোসেন শরবতের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে নববধূকে পান করায়। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে নববধূ।
সকালে ঘুম ভাঙ্গলে দেখতে পায় তার বিছানায় আলমগীর ঘুমিয়ে আছে। আর স্বামী ফরিদুল একই ঘরের অন্য বিছানায় ঘুমিয়ে রয়েছে। বিষয়টি ত স্বামী ও শ্বশুর-শাশুড়িকে জানালে তারা কর্ণপাত করেনি। উল্টো নববধূকে মারধর করে।
পরদিন রাতে রাতেও একই কৌশল নেয় আলমগীর। বিষয়টি টের পেয়ে বাবাকে মোবাইলফোনে ঘটনাটি খুলে বললে স্বামীর বাড়ি থেকে নিজের বাড়ি নিয়ে যায় এবং থানায় মামলা করে।
এ ঘটনায় ধুনট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা সংবাদমাধ্যমকে বলেন, মামলার প্রধান আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া নববধূর শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

























