Laser Vision : ঈদের বর্ণাঢ্য আয়োজনে ‘লেজার ভিশন’
- আপডেট সময় : ০৯:১২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২ ২৯৯ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক
ঈদকে সামনে রেখে আয়োজনের ঘাটতি রাখেনি প্রযোজনা সংস্থা লেজার ভিশন। সংস্থাটি বিভিন্ন পার্বন উপলক্ষ্যে জনপ্রিয় শিল্পীদের ভিডিও গান এবং বেশ কয়েকটি মজাদার নাটক প্রকাশ করছে। যদিও বর্তমান সময়ে গানের বাজারের চেয়ে নাটকের বাজার ভালো। তারপরও এবারের ঈদ উপহার হিসাবে সীমিত আকারে গানের ভিডিও প্রকাশ করেছে লেজার ভিশন।
ভিডিও গান
গীতিকার সোহেল দয়াল এবং শিল্পী ও সুরকার খায়রুল ইসলামের (খায়রুল ওয়াসী) দেওয়ানা মাস্তানা শিরোনামের ভিডিও গানের সঙ্গীত করেছেন এম এ রহমান, ভিডিও নির্মান করেছেন নাজমুল হাসান।
ভালোবেসে ছেড়ে গেলি গানের কথা মেহেদী হাসান লিমন আর সুর ও সঙ্গীতে ইয়াসিন হোসেন নিরু, জিসান খান শুভ’র কণ্ঠের ভিডিও নির্মান করেছেন রাজু আহমেদ। মনের ভুলে জনপ্রিয় কন্ঠশিল্পী এফ এ সুমন গাওয়া গানের গীতিকারও মেহেদী হাসান লিমন, সুর ও সঙ্গীত ইয়াসিন হোসেন নিরু, ভিডিও নির্মাণে আশিক শুভ।
নাটক
ভাইরাল বয়: রচনা ও পরিচালনায় হামদে হাসান নোমান, অভিনয়ে নিলয় আলমগীর, জেএস হিমি, মিলন ভট্টাচার্য, হোসাইন সাইদীসহ আরও অনেকে।
দেওয়ানা মাস্তানা নাটকের রচনা ও পরিচালনায় নাজমুল হাসান, অভিনয় করেছেন আরশ খান, তানিয়া বৃষ্টি, টুইঙ্ক ক্যারল, জয়, রাফিসহ আরও অনেকে।

লাইফ স্যাটেল : রচনা ও পরিচালনায় নাজমুল হাসান, অভিনয় করেছেন- নিলয় আলমগীর, জেএস হিমি, শ্রাবন সুমন, জয়, রাফীসহ আরও অনেকে। লাভ ক্যানভাস, রচনা আবদুল্লাহ আল নোমান, প্রযোজক দেবব্রত দাস, অভিনয়ে নাদিয়া আফরিন মিম, আরশ খান, আব্দুল্লাহ রানা, তারেক মাহমুদসহ আরও অনেকে।
তাফালিং, রচনা ফেরারী ফরহাদ, পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম আর অভিনয় করেছেন নিলয় আলমগীর, অহনা রহমান, এইচ কে স্বাধীন, রত্না খানসহ আরও অনেকে।


























