JANGI : দুই জঙ্গি ছিনতাই, আরও এক পুলিশ সদস্য বরখাস্ত
- আপডেট সময় : ০৫:৪৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২ ১৮৩ বার পড়া হয়েছে
ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে মোটরসাইকেলে করে সহযোগীরা পালিয়ে যাচ্ছেন বলে ধারণা তদন্ত সংশ্লিষ্টদের ছবি: সংগৃহীত
ভয়েস ডিজিটাল ডেস্ক
ঢাকার আদালত ফটক থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আহত পুলিশ সদস্যকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে শনিবার তাকে বরখাস্ত করা হয়। নাম নূরে এ আজাদ নামের এই পুলিশ সদস্যের জঙ্গিদের মারধরে আহত হন বলে জানা গেছে। এঘটনায় এখনও পর্যন্ত ছয় পুলিশ সদস্যকে বরখাস্ত করা হলো।
আদালত পুলিশ সূত্রের খবর, ঘটনার পর নূরে এ আজাদকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার কাজে যোগ দেওয়ার পর তাকে বরখাস্ত করা হয়।
এর আগে বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হচ্ছেন, সিএমএম আদালতের হাজত খানার কোর্ট ইন্সপেক্টর মতিউর রহমান, হাজতখানার ইনচার্জ নাহিদুর রহমান ভূঁইয়া, আসামিদের আদালতে নেওয়ার দায়িত্বে নিয়োজিত পুলিশের এটিএসআই মহিউদ্দিন, পুলিশ সদস্য শরিফ হাসান ও আবদুস সাত্তার।
জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন এবং লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ২০ নভেম্বর ঢাকার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানায় নেওয়ার পথে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (সাবেক আনসারুল্লাহ বাংলা টিম) সদস্য মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির ও মো. আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিবকে ছিনিয়ে নেওয়া হয়।






















