Jangi : জঙ্গি হামলার অশঙ্কায় র্যাব
- আপডেট সময় : ০৬:৪৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২ ৩২২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
বাংলাদেশে জঙ্গি হামলার আশঙ্কার কথা জানালো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)। আইনশৃঙ্খলার এই বিশেষ বাহিনীটির তরফে বলা হয়েছে, জঙ্গিরা ভারী অস্ত্রশস্ত্র সংগ্রহ করছে। হিজরতের নামে ঘরছাড়া অর্ধশতাধিক তরুণের এখনও কোন খোঁজ মেলেনি। সম্প্রতি পাহাড়ে অভিযান চালিয়ে জঙ্গিসংগঠনের ১০জনকে গ্রেপ্তার করে সম্মিলিত বাহিনী। এখনও পাহাড়ে অভিযান অব্যাহত রেখেছে র্যাব। পাহাড়ে প্রশিক্ষণরত সদস্যদের পরিবারকেও আর্থিক সহযোগিতা করেছে জঙ্গি সংগঠনটি। জঙ্গি বাচ্চু চট্টগ্রামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং বিষয়ে অধ্যয়নরত।
র্যাব জানায় উগ্রবাদী জঙ্গি সংগঠনটি গত ৮-৯ মাসে বিভিন্ন ধরণের ভারী অস্ত্র সংগ্রহে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের কাছে ১৭ লাখ টাকা পাঠিয়েছে। পাশাপাশি সংগঠনের বিভিন্ন কার্যক্রমে জন্য প্রায় ৫০ লাখ টাকা বিভিন্ন স্থানে পাঠিয়েছে গ্রেপ্তারকৃত জঙ্গি বাচ্চু। মোবাইল ব্যাংকিংয়ের সহায়তায় অর্থের লেনদেন হতো। বৃহস্পতিবার রাতে বাংলাদেশের কুমিল্লার লাকসাম এলাকা থেকে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার অর্থ বিষয়ক সমন্বয়ক বাচ্চুসহ ৪ জনকে গ্রেপ্তারের পর এমন বিস্ফোরক তথ্য বেড়িয়ে আসে। অস্ত্র সংগ্রহ এবং জঙ্গি সংগঠনকে আরও সংগঠিত কার কথা জানায় র্যাব।
শুক্রবার ঢাকার কাওরানবাজারে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সাংবাদিক সম্মেলনে পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে বলেন, যেকোনো সময় জঙ্গি সংগঠনটি নাশকতামূলক হামলা চালাতে পারে। কমান্ডার মঈনের ভাষায় হিজরতের নামে স্বেচ্ছায় বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়ে যাওয়া ৫৫ জনের তালিকা তাদের হাতে রয়েছে। তাদের শনাক্তের চেষ্টা চলছে। জঙ্গিদের অস্ত্র কেনার তালিকায় একে ২২ ও একে ৩২ অস্ত্র রয়েছে। জঙ্গি সংগঠনটির সদস্যদের পাহাড়ে সশস্ত্র প্রশিক্ষণ ও হামলা চালানো পদ্ধতি নিয়েও প্রশিক্ষণ রয়েছে।





















