Jamaat : বিএনপির যুগপৎ কর্মসূচিতে অংশ না নিয়ে আলাদা অনুষ্ঠানে জামায়াত
- আপডেট সময় : ০৮:২১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩ ৩০১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্তসহ ১০ দফা দাবি নিয়ে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে যুগপৎ আন্দোলনের ডাক দেয় বিএনপি। তারই অংশ হিসাবে গণ-অবস্থান কর্মসূিচ পালন করে বিএনপি। কিন্তু তাদের এই গণ-অবস্থানে যোগ না দিয়ে আলাদা ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করে অন্যতম মিত্র জামায়াতে ইসলাম। এটা স্রেফ রাজনৈতিক স্ট্যান্ডবাজী না দৃষ্টি ফিরিয়ে নেবার চক তা সন্দেহ পোষণ করছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা। তারা অভিন্ন কর্মসূচি পালন না করে ‘গণতন্ত্র হত্যা দিবস’ কর্মসূচি কেন, তা নিয়ে আলোচনা হচ্ছে।
বিদায়ী বছরের শেষের দিকে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। তার অংশ হিসেবে ৩০ ডিসেম্বরের গণমিছিল। সেদিন ঢাকায় জামায়াতও একই কর্মসূচি পালন কালে কয়েক স্থানে জামায়াতের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এরপর বিএনপির গণ-অবস্থান কর্মসূচিতে অংশ না নিয়ে ‘গণতন্ত্র হত্যা দিবস’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে।
আলোচনায় জামায়াতের ভারপ্রাপ্ত আমির সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে ঘোষণা করেন। সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি করেন। সেই দিন থেকেই দিনটি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে জামায়াত।




















