Indian LOC : ভারতীয় অর্থায়নে খুলনায় হচ্ছে ‘হাই-টেক পার্ক’
- আপডেট সময় : ০৯:৪০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২ ২৯৯ বার পড়া হয়েছে
শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক উন্নত অর্থনীতিতে পরিণত হবে
ভারতীয় এলওসি-এর অধীনে অর্থায়নে বাংলাদেশে ১২টি হাই-টেক পার্ক নির্মাণের প্রস্তাব করা হয়েছে
‘আগামী দুই বছরের মধ্যে পার্কটির নির্মাণকাজ শেষ হবে। হাই-টেক পার্ক প্রতি বছর ৩ হাজার লোকের সরাসরি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং বছরে ১০০০ তরুণ-তরুণী হাই-টেকের প্রশিক্ষণ পাবে’
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, হাইটেক পার্ক খুলনা শিল্পাঞ্চলকে প্রযুক্তিভিত্তিক শিল্পাঞ্চলে পরিণত করবে। এটি শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক উন্নত অর্থনীতিতে পরিণত করে একটি স্মার্ট বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে।
ভারতীয় অর্থায়নে খুলনায় স্থাপন হচ্ছে ‘হাই-টেক পার্ক’। খুলনা শহরে হাই-টেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক যৌথভাবে ইন্ডিয়ান লাইন অফ ক্রেডিট (এলওসি) স্থাপিত ‘হাই-টেক পার্ক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার অসীম কুমার।
হাইটেক অংশটি নির্মাণ করা হচ্ছে ৪ কোটি টাকা ব্যয়ে। ১৭০ কোটি টাকা ইন্ডিয়ান লাইন অফ ক্রেডিট (এলওসি) এর অধীনে ভারত সরকার বাংলাদেশের জন্য প্রসারিত করেছে। আগামী দুই বছরের মধ্যে পার্কটির নির্মাণকাজ শেষ হবে। জুনাইদ আহমেদ পলক বলেন, হাই-টেক পার্ক প্রতি বছর ৩ হাজার লোকের সরাসরি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং বছরে ১০০০ তরুণ-তরুণী হাই-টেকের প্রশিক্ষণ পাবে।
হাই-টেক পার্কের কম্পাউন্ডের মধ্যে একটি সিনেপ্লেক্স সেন্টারও থাকবে। মন্ত্রী বলেন, আনুমানিক ৭ কোটি টাকা ব্যয়ে সিনেপ্লেক্স নির্মাণের কাজও মঙ্গলবার শুরু হয়েছে।
সিনেপ্লেক্সে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রশিক্ষণ, কর্মশালা এবং শিক্ষা সংক্রান্ত কার্যক্রম চলবে। এরপর রাত ৯টা পর্যন্ত চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে সুস্থ বিনোদনের ব্যবস্থা করা হবে।
ভারতীয় এলওসি-এর অধীনে অর্থায়নে বাংলাদেশে ১২টি হাই-টেক পার্ক নির্মাণের প্রস্তাব করা হয়েছে। মন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বহুতল হাই-টেক পার্কে প্রশিক্ষণ, ইনকিউবেশন, স্টার্ট আপ এবং ব্যবসা সংক্রান্ত কার্যক্রমের ব্যবস্থা থাকবে।




















