India-Bangladesh Auto Component Show : ঢাকায় ইন্ডিয়া-বাংলাদেশ অটো কম্পোনেন্ট শো
- আপডেট সময় : ০৬:৫৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২ ৩৩৫ বার পড়া হয়েছে
ছবি ভারতীয় হাইকমিশন
বিশেষ প্রতিনিধি, ঢাকা
বাংলাদেশ অটোমোবাইলস এসেম্বলারস এন্ড ম্যানুফেচারারস এসোসিয়েশন (BAAMA) এবং অটোমোটিভ কম্পোনেন্ট ম্যানুফেচারারস এসোসিয়েশন অফ ইন্ডিয়া ( ACMA) এর আয়োজনে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হল ইন্ডিয়া-বাংলাদেশ অটো কম্পোনেন্ট শোর উদ্বোধন করেন বাংলাদেশ শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি’র এক্সিকিউটিভ মেম্বার অভিজিৎ চৌধুরী, ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ। অনুষ্ঠান আয়োজনে সহযোগী হিসেবে কাজ করেছে ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ( IBCCI) এবং ইন্ডিয়ান হাইকমিশন, ঢাকা।
অটো কম্পোনেন্টের ক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা এবং স্থানীয়ভাবে উৎপাদনকে আরও উৎসাহিত করার লক্ষ্যে মেলার আয়োজন। আয়োজকরা বলছেন, এতে করে গাড়ির পার্টসের দাম এবং সার্ভিসিং খরচ চলে আসবে ক্রেতাদের হাতের নাগালে।
অনুষ্ঠানে ব্রিফিং দেন বাংলাদেশ অটোমোবাইলস এসেম্বলারস এন্ড ম্যানুফেচারারস এসোসিয়েশন এর প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ। তিনি বলেন, দেশের পরিবহন খাতকে গতিশীল করতে স্থানীয়ভাবে অটোমোবাইল কম্পোনেন্টের উৎপাদনে যাওয়া খুবই জরুরী। আর এই কাজটি শুরু করার এখনই সবচেয়ে উত্তম সময়।

ইন্ডিয়া-বাংলাদেশ অটো কম্পোনেন্ট শোতে হাই কমিশনার বলেন, আঞ্চলিক অগ্রগতি ও সমৃদ্ধির পথ অটোমোবাইল শিল্পে আমাদের (ভারত-বাংলাদেশ) অংশীদারিত্বের সাফল্যের মধ্যেই নিহিত। ভারতীয় হাই কমিশনার ভারত ও বাংলাদেশের মধ্যকার চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের উপর আলোকপাত করে বলেন, এই সম্পর্কের বিশাল সুপ্ত অর্থনৈতিক সম্ভাবনাকে উপলব্ধি করার প্রক্রিয়া হচ্ছে আমাদের ভবিষ্যতের চলিকাশক্তি।

বাংলাদেশের নতুন অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতির প্রশংসা করে, হাই কমিশনার যৌথ উদ্যোগ, কারিগরি জোট ও অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের সহযোগীদের সাথে সহযোগিতা সম্প্রসারণে ভারতীয় অটো কম্পোনেন্ট শিল্পের গভীর আগ্রহের কথা জানান। তিনি আরও বলেন, অটোমোবাইল ও অটো কম্পোনেন্ট সেক্টরে সহযোগিতা দ্বিপাক্ষিক অর্থনৈতিক অংশীদারিত্বকে উল্লেখযোগ্যভাবে সমৃদ্ধ করবে। কারণ অটো শিল্প ব্যক্তিগত গতিশীলতা, ব্যক্তিগত পছন্দ, বাণিজ্য ও বিনিয়োগের জন্য উন্নত কারিগরি এবং নির্ভুল উৎপাদন শিল্পের বিকাশের চালক।

এ সময় উপস্থিত ছিলেন, অটোমোটিভ কম্পোনেন্ট ম্যানুফেচারারস এসোসিয়েশন অফ ইন্ডিয়া ( ACMA) এর ডিরেক্টর জেনারেল ভিনি মেহতা, IBCCI Ges BAAMA এর সম্মানিত সদস্যবৃন্দ, রানার গ্রুপ, র্যাংগস গ্রুপ ও ইফাদ অটোস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও অটোমোবাইল কম্পোনেন্টের স্থানীয় উৎপাদনকারী, খুচরা বিক্রেতা ও আমদানিকারকগণ।























