DIG : যানজটে ডিআইজি, প্রত্যাহার থানার ওসি!
- আপডেট সময় : ০৮:০৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২ ২৫৩ বার পড়া হয়েছে
কোম্পানীগঞ্জের যানজট পরিচিত দৃশ্য, ঈদে এপথে অসহনীয় যানজটে আটকে থাকে মানুষ। ছবি সংগৃহিত
ভয়েস ডিজিটাল ডেস্ক
‘পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন সড়কপথে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন। তা অবহিত ছিল না মুরাদনগর থানা পুলিশ। সকাল সাড়ে ৮টা নাগাদ কুমিল্লা-সিলেট সড়কের কোম্পানীগঞ্জ বাজার এলাকায় দীর্ঘ যানজটের কবলে পড়েন ডিআইজি। এসময় সেখানে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম কিংবা পুলিশের কোনো সদস্য উপস্থিত না থাকায় দুপুরেই মুরাদনগর থানার ওসিকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কন্ট্রোল রুমে সংযুক্ত করা হয়, বিভিন্ন সংবাদমাধ্যম সংবাদটি গুরুত্বসহকারে প্রকাশ করে’
ঈদ যাত্রায় কোম্পানীগঞ্জ বাজারের দীর্ঘ যানজটে ঘন্টার পর ঘন্টা আকটে থাকতে হয় হাজারো ঘরমুখো মানুষকে। চরম দুর্ভোগকে ভাগ্যের লিখন মেনে নেন অসহায় মানুষ।
বাংলাদেশের বিভিন্ন স্থানে যানজট একটি পরিচিত দৃশ্য। ঘাটে ঘাটে ভোগান্তির মধ্যেই সাধারণ মানুষকে চলাচল করতে হয়। সড়ক, মহাসড়কের যানজট নিরসনে হাইওয়ে ও ট্রাফিক পুলিশ নিয়োজিত রয়েছে। তারপরও যানজট মানুষের নিত্যসঙ্গী।
পুলিশের একজন উর্ধতন কর্মকর্তা ৩০ মিনিট যানজচে আটকে থাকার ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট থানার ওসিকে প্রত্যাহারের ঘটনা খবর আসে সংবাদমাধ্যমে। তাতে বলা হয়েছে, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন সড়কপথে ব্রাহ্মণবাড়িয়া যাবার পথে
মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাস টার্মিনাল এলাকায় তিনি তীব্র যানজটে প্রায় ৩০ মিনিট আটকে ছিলেন। বিষয়টি কুমিল্লা পুলিশ সুপারকে অবহিত করেন। খবর পেয়ে সাদা পোশাকে রাস্তায় ছুটে আসেন ওসি। অবশ্য এ পথে ডিআইজি যাবেন এমন কোন তথ্য স্থানীয় থানায় ছিল না। এ ঘটনার কিছুক্ষণ পরই মুরাদনগর থানার ওসি আবুল হাসিমকে প্রত্যাহার করে শনিবার বেলা ২টার মধ্যে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের কন্ট্রোল রুমে যোগদানের নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী আবদুর রহীম।
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের আদেশের বরাত দিয়ে কুমিল্লা পুলিশ সুপার স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়, ওসি আবুল হাসিমকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের কন্ট্রোল রুমে সংযুক্ত করা হলো। নির্দেশিত কর্মস্থল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে শনিবার দুপুর ২টার মধ্যে যোগদানের নির্দেশ দেওয়া হয়।





















