Cyclone Sitrang : ঘূর্ণিঝড় সিত্রাং মঙ্গলবার বাংলাদেশে আছড়ে পড়ার আশঙ্কা
- আপডেট সময় : ০৮:২৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২ ১৭২ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
দিক পরিবতন করে ঘূর্ণিঝড়টি মঙ্গলবার সকাল নাগাদ বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে রবিবার সকাল থেকে ঢাকাসহ দেশের প্রায় সব এলাকার আকাশ মেঘাচ্ছন্ন এবং মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র উপকূলের সকলগুলোতে ভারী বৃষ্টি ও বন্যার পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আনন্দামান সাগরে সৃষ্ট নিম্নচাপটি রবিবার রাতে ঘূণিজড়ে রূপ নিয়েছে।
এটি আরও শক্তি নিয়ে বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে। ঘূণিঝড়ের প্রভাবে উপকূল অঞ্চলে স্বাভাবিকের চেয়ে তিন থেকে পাঁচ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। আবহাওয়াবিদের মতে এটি মাঝারি মাত্রার ঘূর্ণিঝড়। এটির আঘাত হানার সময় অমাবস্যা থাকবে। এ কারণে বাতাসের গতি কম হলেও জলোচ্ছ্বাসের উপকূলীয় এলাকার ক্ষয়ক্ষতি আশঙ্কা রয়েছে। এখন পর্যন্ত এটিকে মাঝারি মাত্রার ঘূর্ণিঝড় বরেল ধওে নিয়েছেন আবহাওয়াবিদরা।
খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ভোলা, বরিশাল, নোয়াখালী, ফেনীসহ দেশের উপকূলীয় এলাকা এবং নদীবন্দরগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য আঘাতের কথা মাথায় রেখে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রক দেশের উপকূলীয় জেলাগুলোতে জরুরি খাবার, উদ্ধার সরঞ্জামসহ ঘূর্ণিঝড়-পরবর্তী অবস্থা মোকাবিলায় স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা রেখেছে। সোমবার থেকেই দেশের উপকূলসহ বেশির ভাগ এলাকাজুড়ে বৃষ্টি শুরু হতে পারে এবং ঘূর্ণিঝড়ের গতি কমে আসতে পারে।

























