Covid-19: বাংলাদেশে ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা
- আপডেট সময় : ০৪:২০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২ ২৬৩ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
ভয়েস ডিজিটাল ডেস্ক
করোনা সংক্রমণ বিবেচনায় বিশ্বের তিনটি ক্যাটাগরিতে তথা লেভেল-৩ উচ্চ ঝুঁকিপূর্ণ, লেভেল-২ মাঝারি এবং লেভেল-১ কম ঝুঁকিপূর্ণ হিসাবে ভাগ করেছে আমেরিকার রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি। তালিকায় লেভেল-৩’তে থাকায় বাংলাদেশে ভ্রমণে সর্তকতা জারি করেছে যুক্তরাষ্ট্র। উচ্চ ঝুঁকির অপর দেশগুলো হচ্ছে, বসনিয়া, হার্জেগোভিনা, পোল্যান্ড, ফিজি, এল সালভাদর ও হন্ডুরাস।
তবে লেভেল-৩ ক্যাটাগরিতে সিডিসির তালিকায় ১২০টিরও বেশি দেশের নাম রয়েছে। সিডিসি বলছে, গত ২৮ দিনে বিশ্বের যেসব দেশে প্রতি এক লাখের মধ্যে ১০০ জনের বেশি মানুষের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে, সেসব দেশকে লেভেল-৩ ক্যাটাগরিতে রাখা হয়েছে।
বাংলাদেশে রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনার সর্বশেষ তথ্য জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এসময় ৬ হাজার ৯৮৭ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৭ দশমিক ৮৪। যা আগের দিন ছিল ৭ দশমিক শূন্য ৪। এসময় মৃতের সংখ্যা পাঁচ এবং শনাক্ত হয়েছে ৫৪৮ জন। এর আগের দিন মৃতের সংখ্যা ছিল চার এবং করোনা শনাক্ত হয়েছিল ৪৩০ জনের।
এখনও পর্যন্ত দেশে ২০ লাখ ২ হাজার ৩২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৯ লাখ ৩৭ হাজার ২৪০ জন এবং এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ২৭১ জন।
বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। গবেষণা বলছে, করোনার সংক্রমণ বৃদ্ধির ক্ষেত্রে অমিক্রনের দুটি উপধরন বিএ৪ ও ৫ দায়ী। তবে বেশি সক্রিয় বিএ৫। এটির প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বেড়েছে। গত সপ্তাহে বিশ্বে নতুন করে ৫৭ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে, যা আগের সপ্তাহের চেয়ে ৬ শতাংশ বেশি। তবে গত বছরের তুলনায় করোনায় মৃত্যু এখন কম।



















