corona type BF.7 : চীন থেকে আসা একজনের বিএফ.৭ শনাক্ত
- আপডেট সময় : ০৬:৫০:২৯ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩ ৩৫১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
বাংলাদেশে একজনের দেহে শনাক্ত হল করোনার উপধরন বিএফ.৭। চীন থেকে আসা চার ব্যক্তির একজনের দেহে বিএফ.৭ শনাক্ত হয়েছে। চারজনকেই আইসোলেশনে রাখা হয়েছে।
রবিবার বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে অবহিত করার কথা জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. তাহমিনা শিরীন। তিনি বলেন, নতুন উপধরনকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে।
বাংলাদেশে বর্তমানে সংক্রমনের হার ১ শতাংশেরও কম। উপধরন কোনোক্রমেই যেন বাড়তে না পারে, সে বিষয়ে সতর্কতা ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্প্রতি চীন থেকে বাংলাদেশে আগত এক ব্যক্তির শরীরে করোনাভাইরাসের নতুন ধরণ বিএফ-৭ শনাক্ত হয়েছে। অধ্যাপক তাহমিনা শিরিন বলেছেন, আক্রান্ত ব্যক্তির শারীরিক পরিস্থিতি ভালো আছে।
নতুন করে কয়েকটি দেশে কোভিড সংক্রমণের হার বেড়ে যাওয়ার পর ২৫শে ডিসেম্বর বাংলাদেশেন সরকার সব বিমান, স্থল ও সমুদ্রবন্দরে স্ক্রিনিং বাড়ানোর নির্দেশ দেয়।
বিদেশ থেকে আসা যাত্রীদের সব বন্দরে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে পরীক্ষা করে কারো শারীরিক উপসর্গ থাকলে তাকে আইসোলেশনে নেয়ার নির্দেশনা দেয়া হয়।
করোনাভাইরাসের নতুন এই ধরণ চীনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বলে দেশটির সরকারি তথ্যে জানা যাচ্ছে। ভারতেও কয়েকজনের শরীরে নতুন এই ধরণ শনাক্ত হয়।




















