সংবাদ শিরোনাম ::
Corona booster dose : বুস্টার ডোজ দিবসে ৭৫ লাখ টিকা প্রয়োগ

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২ ২৬৪ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
চলছে করোনা বুস্টার ডোজ দিবস। আজ দিবসটি পালনের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর। ১৮ বছরের বেশি যে কেউ দ্বিতীয় ডোজ নেওয়ার ৪ মাস পূর্ণ হলে এদিন বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। বুস্টার ডোজ হিসেবে ফাইজার টিকা প্রয়োগ করা হবে।
এদিন ৭৫ লাখ মানুষকে টিকা দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এনিয়ে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রী বুস্টারডোজ টিকা গ্রহণের জন্য সাধারণ মানুষকে তাগিদ দিয়েছেন। ৭৫ লাখ টিকা বুস্টার (তৃতীয়) ও দ্বিতীয় ডোজ হিসেবে দেয়া হবে। দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ও তুলনামূলক কম। বুস্টার (তৃতীয়) ডোজ কাভারেজ বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।