সংবাদ শিরোনাম ::
coral fish : বড়শিতে ধরা পড়ল ৩৫ কেজির কোরাল
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৪৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩ ১৯৪ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
বড়শিতে ধরা পড়ল জোড়া কোরাল মাছ। যার ওজন ৩৫ কেজি।
কক্সবাজারের নাফ নদীতে মঙ্গলবার সকালে মাছ শিকারে যায় জেলে আমির হোসেন। তার বড়শিতে দুটি কোরাল মাছ ধরা পড়ে।
এর একটির ওজন ১৮ অপরটি ১৭ কেজি। টেকনাফের এক মাছ ব্যবসায়ীর কাছে মাছ দুটি ৩০ হাজার টাকায় বিক্রি করেন মৎস্যজীবী।
আমির হোসেন জানান, প্রায় ৬ বছর ধরে নাফনদীতে নৌকায় মাছ ধরা বন্ধ। শাহপরীর দ্বীপ জেটিতে বসে নাফনদীতে সকালে বড়শি ফেলেছিলেন তিনি। তখন কিছুক্ষণের ব্যবধানে দুটি কোরাণ মাছ শিকার করেন।
টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, নাফনদীর কোরাল মাছ খুবই সুস্বাদু। এরা সাধারণত ৩০ থেকে ৩৫ কেজি ওজনের হয়ে থাকে। কখনও কখনও এর চেয়ে বেশি ওজনেরও পাওয়া যায়।

























