সংবাদ শিরোনাম ::
Chhanda Dutt : বিশ্ব পরিবেশ দিবসে ছন্দা দত্তের কবিতা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:২৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২ ৫৮৯ বার পড়া হয়েছে
ছন্দা দত্ত একজন প্রতিযশা সঙ্গীত শিল্পী। রবীন্দ্র এবং নজরুল দুই গান নিয়েই তার ঘরবসতি। নিজের পরিচালনায় রয়েছে ‘সুর ছন্দ’ নামক সাংস্কৃতিক সংগঠন। সঙ্গে বিপুল সংখ্যক ভক্ত। উদার আকাশ আর সবুজের বন্দনায় মগ্ন। আবৃত্তিতেও কম কিসে। মানবতার কল্যাণকামী এই শিল্পী গান নয়, বিশ্ব পরিবেশ দিবসে আবৃত্তি নিয়ে হাজির হলেন।

























