সংবাদ শিরোনাম ::
BNP -POLICE : পুলিশ-বিএনপি সংঘর্ষে পঞ্চগড়ে একজন নিহত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:২৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২ ১৪৮ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
শনিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশ বাধায় তা পণ্ড হয়ে যায়। এসময় পঞ্চগড়ে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় আব্দুর রশিদ আরেফিন (৫০) নামে এক বিএনপি নেতার আহত হন। প্রায় দেড় ঘণ্টা ধরে ধাওয়া পাল্টা-ধাওয়া চলে। পুলিশকে উদ্দেশ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে বিএনপি নেতাকর্মীরা। পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। এ সময় পঞ্চগড় জেলা শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত বিএনপি নেতা আবদুর রশিদ আরেফিন পুলিশের লাঠির আঘাতে আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অনেক পথচারী রাবার বুলেটে বিদ্ধ হন।এ ঘটনায় আহত হয়েছেন পুলিশসহ অর্ধশতাধিক। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মির্জা নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

























