BNP : পদত্যাগের ঘোষণা বিএনপির সংসদ সদস্যদের
- আপডেট সময় : ০৬:৫৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ ১৫৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাংসদরা। ঢাকার বিভাগীয় সমাবেশ থেকে এই পদত্যাগের ঘোষণা দেন তারা। সংসদে বিএনপির ৭জন সংসদ সদস্য রয়েছেন। দেশের বাইরে থাকায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদের তরফে পদত্যাগের কথা জানান বগুড়া-৬ আসনের সাংসদ গোলাম মোহাম্মদ। সমাবেশে ব্যারিষ্টার রুমিন ফারহানা বলেন, তারা রবিবার জাতীয় সংসদে পদত্যাগপত্র পাঠাবেন।
২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিএনপির ৬জন সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপির সংরক্ষিত সংসদ সদস্য ব্যারিষ্টার রুমিন ফারহানা। বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় সমাবেশ শেষে ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশের পূর্ব ঘোষণা অনুযায়ী দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে সমাবেশ করার আবেদন জানালেও সেখানে সমাবেশ করার অনুমতি দেয়নি মহানগর পুলিশ। শেষ মুহূর্তে গোলাপবাগ স্টেডিয়ামে গণসমাবেশের অনুমতি দেওয়া হয়।
ঢাকার সঙ্গে সকল প্রকার গণপরিবহন বন্ধ থাকলেও বিভিন্ন উপায়ে বিপুল সংখ্যক নেতাকর্মী গণসমাবেশে উপস্থিত হয়। ঢাকার বিভাগীয় সমাবেশকে সামনে রেখে দলীয় কার্যালয়ের সামনে তিন দিন আগে থেকেই নেতাকর্মীরা জড়ো হয়ে সমাবেশ করতে থাকে। এরই এক পর্যায়ে দু’দিন আগে বিএনপি-পুলিশ সংর্ঘষে একজন কর্মী নিহত হয়। ঘটনার পর বিএনপির বেশ কয়েকজন নেতাকে আটক করা হয়। সর্বশেষে শুক্রবার দিবাগত মধ্য রাতে দলের মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মীর্জা আব্বাসকে আটক করে পুলিশ। শনিবার গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত ঢাকার বিভাগীয় গণসমাবেশ থেকে ১০ দফা দাবি তুলে ধরা হয়।

























