Biden-Modi : বাইডেন-মোদি বৈঠক ২২জুন
- আপডেট সময় : ১০:৩১:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩ ৩২৬ বার পড়া হয়েছে
২১ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিউইয়র্ক পৌঁছাবেন। পর দিন হোয়াইট হাউসে তাঁকে অভ্যর্থনা জানাবেন প্রেসিডেন্ট বাইডেন
মোদির আলোচনায় থাকছে বাংলাদেশ
বৈঠকে যৌথভাবে অস্ত্র, সাঁজোয়া যান তৈরি এবং ড্রোন চুক্তি নিয়ে আলোচনা হবে
ভয়েস ডিজিটাল ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ২২ জুন ওয়াশিংটনে বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে নয়াদিল্লির সাথে ড্রোন বিক্রির চুক্তি করতে তৎপর হয়েছে মার্কিন প্রশাসন। বিষয়টির সাথে সংশ্লিষ্ট দু’জন ব্যক্তি এ তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের কাছ থেকে দীর্ঘদিন ধরেই বিশালাকৃতির ড্রোন সিগার্ডিয়ান পাওয়ার চেষ্টা করছে ভারত। তবে কূটনৈতিক জটিলতা ও ব্যর্থতার কারণে যা কিনা আলোর মুখ দেখেনি। যেগুলোর মূল্য ২ থেকে ৩ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। এমনটিই জানা গেছে সংবাদমাধ্যম থেকে।
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানাচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন যুক্তরাষ্ট্র সফর দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও দৃঢ় করতে চলেছে। সই হতে চলেছে অন্তত দুটি বড় চুক্তি, যার একটি ৩০০ কোটি ডলারের অত্যাধুনিক ‘এমকিউ-৯বি সি গার্ডিয়ান’ সশস্ত্র ড্রোনসংক্রান্ত, অন্যটি ভারতে তৈরি ‘তেজস’ যুদ্ধবিমানের ইঞ্জিন নিয়ে, যা প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে জেনারেল ইলেকট্রিকের সহায়তায় তৈরি হবে কর্ণাটকের রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেডে (হ্যাল)।
দিল্লি ও ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই চুক্তির দিকে দুই দেশের নজর যতটা নিবদ্ধ, ততটাই আগ্রহে এই সফরের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ। সে দেশের জাতীয় সংসদের নির্বাচন ‘সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ’ করে তুলতে যুক্তরাষ্ট্র তাদের নতুন যে ভিসা নীতি ঘোষণা করেছে, যা নিয়ে বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে সরগরম, সে বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে ভারতের সাথে সামরিক সম্পর্ক বৃদ্ধিকে গুরুত্ব দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে বাইডেন প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, ড্রোন কেনার বিষয়টি পুরোপুরিই ভারতের ব্যাপার। এ ক্ষেত্রে তাদের খুব বেশি কিছু করার নেই। নিরাপত্তাবিষয়ক জোট কোয়াডের সদস্য যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপান সবাই এমকিউ-৯বি সিগার্ডিয়ান ড্রোন ব্যবহার করছে বা করেছে। বর্তমানে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য লিজ নিয়ে এসব ড্রোন পরিচালনা করছে নয়াদিল্লি।




















