army chief : সিলেটে মেডিক্যাল ক্যাম্পেইন পরিদর্শন এবং দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সেনাবাহিনী প্রধান
- আপডেট সময় : ০৯:১৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২ ১৯০ বার পড়া হয়েছে
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বৃহস্পতিবার পদাতিক সিলেটের জৈন্তাপুর উপজেলাা জৈন্তাপুর বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন পরিদর্শন এবং দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ছবি : আইএসপিআর
অনলাইন ডেস্ক
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বৃহস্পতিবার পদাতিক ডিভিশনএর দায়িযত্বপূর্ণ শীতকালীন প্রশিক্ষণ এলাকা সিলেটের সদর উপজেলার খাদিমনগর ইউনিয়ন এবং জৈন্তাপুর উপজেলা পরিদর্শন করেন।পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান যুদ্ধকালীন প্রস্তুতি স্বরূপ বিভিন্ন রণকৌশলগত প্রশিক্ষণ কার্যাবলী পর্যবেক্ষণ করেন। এসময় তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে উপস্থিত অফিসার, জেসিও এবং অন্যান্য পদবির সেনা সদস্যদের নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ আজিজুল হক হাজারী উপস্থিতছিলেন। পরবর্তীতে সেনাবাহিনী প্রধান ১৭ পদাতিক ডিভিশন এর ব্যবস্থাপনায় সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের জৈন্তাপুর বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ১১০০টি অসহায় ও দুঃ¯ ’পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় সেনা প্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সুখে-দুঃখে সকল সময়ে দেশের মানুষের পাশে থেকে যেকোন প্রয়োজনে সর্বোচ্চত্যাগ স্বীকারে সদা প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, যেকোন দুর্যোগে বাংলাদেশ সেনাবাহিনী সামর্থ্যের মধ্যে সর্বোচ্চসেবা নিশ্চিত করতে বদ্ধ পরিকর।
প্রশিক্ষণকালীন সময়ে সেনাবাহিনীতার জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে অসহায়, দুঃস্থ ও শীতার্ত মানুষের পাশে নিয়মিত দাঁড়ায়। এরই ধারাবাহিকতায় সিলেটঅঞ্চলের অসহায়, দুঃস্থ ও গরীব-দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছে।
প্রশিক্ষণ এলাকায় অসহায়, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণের এই মানবিক কার্যক্রম সর্বস্তরের মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

সেনাবাহিনী প্রধান শীতবস্ত্র বিতরণের পর অসহায়, দুঃস্থ ও গরীব-দুঃখী মানুষের মাঝে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ১৭ পদাতিক ডিভিশন কর্তৃক পরিচালিত ফ্রি-মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন।
এই মেডিকেল ক্যাম্পেইনে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিভিন্ন ধরণের দীর্ঘ স্থায়ী রোগ, গর্ভবতী-প্রসূতি মায়েদের চিকিৎসাসেবা ও বিশেষ পরামর্শ প্রদান করছে এবং অভিজ্ঞ চক্ষুবিশেষজ্ঞ দ্বারা চোখের বিভিন্নরোগের চিকিৎসাসেবা প্রদান এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। সেনাবাহিনীর এ ধরণের জনসেবামূলক কার্যক্রম জনসাধারণকে চিকিৎসাসেবা প্রাপ্তির পাশাপাশি শীতের প্রকোপ এবং অসুস্থতা থেকে আরোগ্য পেতে বিশেষ ভূমিকা রাখছে ।
পরিদর্শনকালীনসময় সেনাসদর ও স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেসিও এবং অন্যান্য পদবির সেনা সদস্যগণ, গণমাধ্যমব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
























