করোনায় মৃত নারীর মরদেহ নিতে কেউ আসেনি
- আপডেট সময় : ০৫:২৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১ ২৯৫ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত
করোনা আক্রান্ত আসমা আক্তার নামের এক গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তার বাড়ি নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকার মৌলভীপাড়ায়।
বুধবার দিবাগত রাত ১টায় তিনি হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা যান। কিন্তু বৃহস্পতিবার বিকাল নাগাদ তার মরদেহ নিতে কেউ আসেনি। হাসপাতালের পুলিশ ফাঁড়ি সূত্রের খবর, আসমার করোনা ধরা পড়ায় গত মঙ্গলবার তার স্বামী মোজাম্মেল তাকে চমেক হাসপাতালে ভর্তি করান।
এরপর মোজাম্মেলের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বুধবার রাতে রোগীর অবস্থার অবনতি হলে হাসপাতালের রেজিস্টারে থাকা স্বামীর নম্বরে যোগাযোগ করেন ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসকরা। কিন্তু ফোন বন্ধ থাকায় তাকে পাওয়া যায়নি। বুধবার দিবাগত রাত ১টার দিকে আসমা মারা যান।
পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া সংবাদমাধ্যমকে আরও জানান, আসমা নামে এক করোনা আক্রান্ত নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কিন্তু তার স্বামীর সঙ্গে যোগাযোগের জন্য অনেকবার মোবাইলে ফোনে চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়। আসমার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


























