ঢাকা ১১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচন কমিশনের সামনে বিজিবি মোতায়েন, ছাত্রদলের অবস্থান কর্মসূচি অব্যাহত মাদারীপুরে বাস অটোরিকশা সংঘর্ষ প্রাণ গেল ৬জনের বাংলাদেশে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়ার ব্যাখ্যা দিল অন্তর্বর্তী সরকার রমজান সামনে আগেই চড়া বাজার: দামে লাগাম টানতে কড়া নজরদাবি জরুরি বেনাপোল বন্দরে আমদানি-রফতানি ও এপার-ওপার যাতায়তে আয় জুলাই আন্দোলনের স্মৃতি এখনও তাজা, শহীদ ও আহতরা শুধু সংখ্যার অংশ নয় পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান বাংলাদেশ নিয়ম-ভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে: তৌহিদ হোসেন সন্তান হারা মায়ের বুকফাটা আর্তনাদ যেন হাজারো গুমের শিকার পরিবারের নীরব চিৎকার গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামানিক

ইউরোপযাত্রায় ট্র্যাজেডি: ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ১, উদ্ধার ৫৯ বাংলাদেশি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে

ইউরোপযাত্রায় ট্র্যাজেডি: ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ১, উদ্ধার ৫৯ বাংলাদেশি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভাগ্য পরিবর্তনের আশায় ইউরোপে পাড়ি দিতে গিয়ে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় একজন নিহত এবং ৫৯ জন বাংলাদেশিকে জীবিত উদ্ধার করা হয়েছে। মাল্টার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়, নৌকাটি লিবিয়া উপকূল থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিল। গত শুক্রবার সকালে নৌকাটি মাল্টার সার্চ অ্যান্ড রেসকিউ (এসএআর) জোনে পৌঁছালে এতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে নৌকাটি ডুবে যায়।

ইউরোপযাত্রায় ট্র্যাজেডি: ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ১, উদ্ধার ৫৯ বাংলাদেশি
ইউরোপযাত্রায় ট্র্যাজেডি: ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ১, উদ্ধার ৫৯ বাংলাদেশি

খবর পেয়ে মাল্টার কোস্ট গার্ড ও উদ্ধারকারী সংস্থাগুলো দ্রুত অভিযান চালিয়ে ৫৯ জন বাংলাদেশিসহ মোট ৬১ জন অভিবাসীকে উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ছয়জন হাইপোথারমিয়ায় আক্রান্ত ছিলেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

আন্তর্জাতিক অভিবাসনবিষয়ক সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টস জানিয়েছে, শুক্রবারের এই উদ্ধার অভিযানটি ছিল সাম্প্রতিক বছরগুলোতে মাল্টায় অনিয়মিত অভিবাসী আগমনের প্রথম বড় ঘটনা। তথ্য অনুযায়ী, ২০২০ সালে মাল্টায় অভিবাসী আগমন ছিল প্রায় ২ হাজার ২০০ জন। পরবর্তীতে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার কারণে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে আসে। গত বছর মাল্টায় আশ্রয়প্রার্থী ছিলেন ২৩৮ জন।

ইউরোপযাত্রায় ট্র্যাজেডি: ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ১, উদ্ধার ৫৯ বাংলাদেশি
ইউরোপযাত্রায় ট্র্যাজেডি: ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ১, উদ্ধার ৫৯ বাংলাদেশি

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানায়, চলতি বছরে গত সপ্তাহ পর্যন্ত মাল্টায় পৌঁছেছেন মাত্র ১৮৫ জন অভিবাসনপ্রত্যাশী। অথচ একই সময়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছেছেন ১ লাখ ৩৬ হাজার মানুষ।

উল্লেখ্য, মাল্টায় বাংলাদেশ দূতাবাস না থাকায় দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা গ্রিসের এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে কনস্যুলার সেবা গ্রহণ করেন। এ বিষয়ে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, এখন পর্যন্ত ঘটনাটি সম্পর্কে তাদের কাছে নির্দিষ্ট কোনো তথ্য পৌঁছায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইউরোপযাত্রায় ট্র্যাজেডি: ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ১, উদ্ধার ৫৯ বাংলাদেশি

আপডেট সময় : ০৮:৩৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

ভাগ্য পরিবর্তনের আশায় ইউরোপে পাড়ি দিতে গিয়ে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় একজন নিহত এবং ৫৯ জন বাংলাদেশিকে জীবিত উদ্ধার করা হয়েছে। মাল্টার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়, নৌকাটি লিবিয়া উপকূল থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিল। গত শুক্রবার সকালে নৌকাটি মাল্টার সার্চ অ্যান্ড রেসকিউ (এসএআর) জোনে পৌঁছালে এতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে নৌকাটি ডুবে যায়।

ইউরোপযাত্রায় ট্র্যাজেডি: ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ১, উদ্ধার ৫৯ বাংলাদেশি
ইউরোপযাত্রায় ট্র্যাজেডি: ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ১, উদ্ধার ৫৯ বাংলাদেশি

খবর পেয়ে মাল্টার কোস্ট গার্ড ও উদ্ধারকারী সংস্থাগুলো দ্রুত অভিযান চালিয়ে ৫৯ জন বাংলাদেশিসহ মোট ৬১ জন অভিবাসীকে উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ছয়জন হাইপোথারমিয়ায় আক্রান্ত ছিলেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

আন্তর্জাতিক অভিবাসনবিষয়ক সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টস জানিয়েছে, শুক্রবারের এই উদ্ধার অভিযানটি ছিল সাম্প্রতিক বছরগুলোতে মাল্টায় অনিয়মিত অভিবাসী আগমনের প্রথম বড় ঘটনা। তথ্য অনুযায়ী, ২০২০ সালে মাল্টায় অভিবাসী আগমন ছিল প্রায় ২ হাজার ২০০ জন। পরবর্তীতে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার কারণে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে আসে। গত বছর মাল্টায় আশ্রয়প্রার্থী ছিলেন ২৩৮ জন।

ইউরোপযাত্রায় ট্র্যাজেডি: ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ১, উদ্ধার ৫৯ বাংলাদেশি
ইউরোপযাত্রায় ট্র্যাজেডি: ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ১, উদ্ধার ৫৯ বাংলাদেশি

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানায়, চলতি বছরে গত সপ্তাহ পর্যন্ত মাল্টায় পৌঁছেছেন মাত্র ১৮৫ জন অভিবাসনপ্রত্যাশী। অথচ একই সময়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছেছেন ১ লাখ ৩৬ হাজার মানুষ।

উল্লেখ্য, মাল্টায় বাংলাদেশ দূতাবাস না থাকায় দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা গ্রিসের এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে কনস্যুলার সেবা গ্রহণ করেন। এ বিষয়ে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, এখন পর্যন্ত ঘটনাটি সম্পর্কে তাদের কাছে নির্দিষ্ট কোনো তথ্য পৌঁছায়নি।