ফের বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন
- আপডেট সময় : ০৯:৪২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে
মাত্র দুদিনের ব্যবধানে রাজধানীর বাড্ডা এলাকায় আবারও যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১৪ ডিসেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে অছিম পরিবহনের মিরপুরগামী একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বাসে আগুন দেওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, উত্তর বাড্ডার এএমজেড হাসপাতালের সামনের সড়কে বাসটিতে আগুন দেওয়া হয়। এ সময় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল ইসলাম বলেন, কে বা কারা এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সে সময় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পরপর দুটি ঘটনায় বাড্ডা এলাকায় বাসে অগ্নিসংযোগ নিয়ে যাত্রী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




















