ভারত থেকে ৬ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি দৈনিক
- আপডেট সময় : ০৯:০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ১৫১ বার পড়া হয়েছে
বাংলাদেশে বাজারে পেঁয়াজের দাম সহনীয় রাখতে প্রতিদিন ভারত থেকে ৬ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি দিল ঢাকা। পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে আনতে ভারত থেকে প্রতিদিন ৬ হাজার টন করে পেঁয়াজ আমদানির অনুমতি দিলো ইউনূস সরকার। এ সিদ্ধান্তের আওতায় আট দিনে মোট ১৯ হাজার ৫০০ টন পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
দেশটির কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) জানিয়েছে, আমদানির পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকরের প্রথম দিনেই ২০০টি আইপি (ইমপোর্ট পারমিট বা আমদানি অনুমতিপত্র) ইস্যু করা হয়েছে। এসব আইপির বিপরীতে আমদানিকারকেরা প্রতিদিন নির্ধারিত পরিমাণ পেঁয়াজ আনতে পারবেন। তবে প্রতিটি আইপির আওতায় সর্বোচ্চ ৩০ টনের বেশি পেঁয়াজ আমদানি করা যাবে না।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ বিভাগের অতিরিক্ত পরিচালক বনি আমিন খান জানান, এর আগে গত ৭ ডিসেম্বর সরকার প্রতিদিন ৫০টি আইপির বিপরীতে দেড় হাজার টন করে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছিল। কিন্তু সে উদ্যোগেও বাজারে দেশি পেঁয়াজের দাম সহনীয় না হওয়ায় আট দিনের মাথায় দৈনিক আমদানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।
বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) প্রকাশিত বাজারদরের তথ্যে দেখা যায়, রোববার ঢাকা মহানগরীর বিভিন্ন বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে কেজিপ্রতি ৮০ থেকে ১৪০ টাকা দরে। তুলনামূলকভাবে ২০২৪ সালের ১৪ ডিসেম্বর দেশি পেঁয়াজের দাম ছিল কেজিতে সর্বনিম্ন ৯০ টাকা এবং সর্বোচ্চ ১২৫ টাকা।
যদিও ৭ ডিসেম্বর থেকে স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ দেশে প্রবেশ করছে, তবে রোববার পর্যন্ত টিসিবির বাজারদরের তালিকায় আমদানিকৃত পেঁয়াজের দামের তথ্য যুক্ত করা হয়নি। বাংলাদেশের বিভিন্ন বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিতে প্রায় ১৫০ টাকা দরে। অন্যদিকে ভারত থেকে আমদানি করা বড় আকারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ টাকা কেজিতে।
মাঝারি ও ছোট আকারের আমদানিকৃত পেঁয়াজের দাম ১১০ টাকা কেজি। গত শুক্রবার ঢাকার বাজারে ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছিল ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে। মাত্র দুই দিনের ব্যবধানে আমদানিকৃত পেঁয়াজের দাম কেজিতে প্রায় ৩০ টাকা বেড়েছে। সরকার আশা করছে, আমদানির পরিমাণ বাড়ানোর ফলে বাজারে সরবরাহ বৃদ্ধি পাবে এবং শিগগিরই পেঁয়াজের দামে স্থিতিশীলতা ফিরে আসবে।




















