মেসির সঙ্গে দেখা, ছবি তোলা, কিন্তু মাঠে নামা হল না! হোটেল থেকেই ফিরলেন শাহরুখ খান
- আপডেট সময় : ০২:৩৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ২৫ বার পড়া হয়েছে
লিয়োনেল মেসির সঙ্গে সাক্ষাৎ হবে, এই খবরে উচ্ছ্বসিত ছিল কলকাতা। সেই উত্তেজনায় যুক্ত হওয়ার কথা ছিল বলিউডের বাদশা শাহরুখ খানেরও। কিন্তু প্রত্যাশার রঙিন ছবিটা শেষ পর্যন্ত বাস্তবে রূপ নিল না।
মেসির সঙ্গে দেখা হল, ছবি তোলা হল, ছোট ছেলে আব্রামও ফ্রেমবন্দি হল ফুটবলসম্রাটের পাশে-তবু যুবভারতী ক্রীড়াঙ্গনে পা রাখলেন না শাহরুখ। হোটেল থেকেই বিমানবন্দরের পথে রওনা দিয়ে ফিরে গেলেন মুম্বই।
কলকাতায় এসে যুবভারতীতে উপস্থিত থাকার কথা নিজেই জানিয়েছিলেন শাহরুখ খান। অনুরাগীদের আশা ছিল, একই মঞ্চে দেখা যাবে বিশ্ব ফুটবলের মহাতারকা লিয়োনেল মেসি ও বলিউডের সুপারস্টারকে। তবে সব পরিকল্পনাই ভেস্তে যায় পরিস্থিতির চাপে।
মাঠে যাওয়ার আগেই হোটেলেই মেসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারেন শাহরুখ। আব্রামকে আলাপ করান তাঁর প্রিয় ফুটবল তারকার সঙ্গে। সেখানেই তোলা হয় স্মরণীয় ছবি। পরে মেসি ও শাহরুখ একসঙ্গে ফ্রেমবন্দি হন, তবে তা গ্যালারির আলো নয়, হোটেলের নিরিবিলি পরিবেশেই।
কেন মাঠে এলেন না শাহরুখ? তার উত্তর লুকিয়ে ছিল যুবভারতীর পরিস্থিতিতে। ভোর থেকেই ফুটবলের রাজপুত্রকে এক ঝলক দেখার আশায় স্টেডিয়াম চত্বরে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার দর্শক।
শনিবার সকালে মেসির গাড়ি যুবভারতীতে ঢুকতেই অন্তত ৭০-৮০ জন মানুষ তাঁকে ঘিরে ধরেন। নিরাপত্তাজনিত কারণে গ্যালারিতে তোলা সম্ভব হয়নি তাঁকে। দর্শকেরা মাঠ থেকে মেসি, এমনকি তাঁর সঙ্গী লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি’পলকেও দেখতে পাননি।
চড়া দামে টিকিট কেটেও প্রিয় তারকাকে দেখতে না পেয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে গ্যালারিজুড়ে। শুরু হয় স্লোগান, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উত্তপ্ত পরিস্থিতিতে মেসিকে মাঠের বাইরে সরিয়ে নেওয়া হয় এবং একের পর এক অনুষ্ঠান বাতিল করা হয়।
এই অচলাবস্থার জেরেই শাহরুখ খানের যুবভারতী যাওয়ার পরিকল্পনাও বাতিল হয়। কলকাতায় এলেও মাঠের আলো, দর্শকের উন্মাদনা আর যুগলবন্দির সেই মুহূর্ত অধরাই থেকে গেল। ফুটবল আর সিনেমার দুই রাজপুত্রের মিলন ঘটল ঠিকই, কিন্তু তা শুধুই হোটেলের চার দেয়ালের মধ্যেই।



















