দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বাতাস আবারও খুব অস্বাস্থ্যকর
- আপডেট সময় : ১২:৫৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে
ফের দূষিত শহরের শীর্ষে ওঠে এলো ঢাকা। দূষণ কিছুতেই পিছু ছাড়ছে মেগাসিটি ঢাকার। সোমবার ঢাকা বায়ুমান খুবই অস্বাস্থ্যকর।
এদিন ২৫৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ স্থানে দখল করে নেয়। এই স্কোর জনস্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। সম্প্রতি ঢাকার বায়ুমান কিছুটা উন্নতির দিকে থাকলেও, এ দিন তা আবার অস্বাস্থ্যকর হয়ে ওঠেছে। বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে ঢাকা।
সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান নিরীক্ষা প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ২৫৮, যা খুব অস্বাস্থ্যকর পর্যায়ের।
বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে এ সময় প্রথম স্থানে ছিল ভারতের দিল্লি (স্কোর ৪৭৩), দ্বিতীয় স্থানে পাকিস্তানের লাহোর (৩৫৬), আর ঢাকার পর চতুর্থ স্থানে কলকাতা (২২৪) ও পঞ্চম স্থানে সারায়েভো (১৮৪)।
বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ০-৫০ ভালো, ৫১-১০০ মাঝারি, ১০১-১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১-২০০ অস্বাস্থ্যকর এবং ২০১-৩০০ খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
২৫৮ স্কোরের মানে হলো, ঢাকার বাতাসে এমন মাত্রায় দূষণ রয়েছে যা শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের জন্য বিপজ্জনক। এ অবস্থায় তাদের বাইরে না গিয়ে ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়।
পরিবেশবিদরা বলছেন, যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধূলা এবং শিল্পকারখানার নির্গমনই মূলত এই দূষণের প্রধান কারণ।
দীর্ঘদিন ধরে বায়ুদূষণের শীর্ষে থাকা ঢাকা সাম্প্রতিক সময়ে কিছুটা উন্নতির পথে ছিল, তবে গত দুই দিনে পরিস্থিতি আবারও খারাপের দিকে গেছে, যা রাজধানীবাসীর স্বাস্থ্যের জন্য উদ্বেগজনক।



















